shono
Advertisement

Breaking News

বয়স নাকি তাঁর ৪৬? উত্তরে এটাই বললেন জয়া আহসান

বোঝো কাণ্ড! The post বয়স নাকি তাঁর ৪৬? উত্তরে এটাই বললেন জয়া আহসান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Jul 11, 2018Updated: 05:58 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সকালের বেধবার লগে রাইতের ছিনালের কোনও মিল নাই না!’- এ সংলাপ যেন তাঁর মুখেই মানায়। কাঁটাতারে বেড়া পেরিয়ে বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’-এর পদ্মার স্মৃতি সিনেপ্রেমীদের মনে এখনও টাটকা। এর মধ্যেই ‘ক্রিসক্রস’-এর মিস সেন হয়ে উঠেছেন নায়িকা। এই নায়িকার বয়স নাকি ৪৬! অবাক হচ্ছেন?  এমনটাই যে উইকিপিডিয়া-র দাবি। বিশ্বাস না হয়, নিজের চোখেই দেখে নিন।

Advertisement

[ধর্ষণে অভিযুক্ত হয়েও সাত পাকে বাঁধা পড়লেন মিমো]

এমন সুন্দরী নায়িকার বয়স কি ৪৬ হতে পারে?  এই প্রশ্নই বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। ভারচুয়াল জগতের মাধ্যমেই যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন নায়িকা। নিজের ফেসবুক প্রোফাইলে উৎসাহীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন জয়া। বহুদিন ধরেই বয়স নিয়ে এ বিভ্রান্তির শিকার নায়িকা। কিন্তু এতদিন বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। কারণ তিনি বিশ্বাস করেন, বয়স কখনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের ক্ষেত্রে আলোচ্য বিষয় হতে পারে না। কিন্তু গত কয়েকদিনে এ নিয়ে যেভাবে চর্চা হচ্ছে তাতে বেজায় বিরক্ত অভিনেত্রী। এ নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছেন।

[‘ব্যোমকেশ বক্সি’র পর ফের শহরে শুটিংয়ে সুশান্ত]

নিজের স্টেটাসে জয়া জানিয়েছেন, ৪৬ বছর আগে তাঁর বাবা-মায়ের বিয়ে তো দূরের কথা তাঁদের দেখাও হয়নি। আর কেবল বয়স নিয়েই নয়, তাঁর সম্পর্কে আরও অনেক তথ্য ভুল দেওয়া রয়েছে। নায়িকারা দুই বোন এক ভাই। অথচ একাধিক সংবাদমাধ্যমে তাঁর আরও দুই বোন ও ভাইয়ের কথা বলা হয়েছে। ব্রাহ্মণবেড়িয়ায় নয় তাঁর বাড়ি গোপালগঞ্জে। এমনকী নায়িকার বাবার নামও ভুল লেখা হয়েছে। আলি আহসান সিডনি নয় নায়িকার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। নাম এএস মাসুদ। এই বক্তব্য পরিষ্কার করেই নায়িকা সাংবাদিককূলকে অনুরোধ করেছেন, তাঁর কাজ নিয়ে লেখার সময় যেন এই বয়সের বিষয়টি উল্লেখ করা না হয়। কারণ তা অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক বক্তব্যটি জয়া নিজেই জানিয়ে দিয়েছেন। আর নিজের বয়স নিয়ে যাবতীয় বিভ্রান্তিও দূর করেছেন।

[রাজীব গান্ধীকে অপমানের অভিযোগ, কাঠগড়ায় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’]

The post বয়স নাকি তাঁর ৪৬? উত্তরে এটাই বললেন জয়া আহসান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement