সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) বাংলাদেশ! একটি বাস স্টপেজের নাম দেওয়া হল বাংলাদেশ। জায়গাটি থানে জেলার মধ্যে পড়ে। সম্প্রতি থানে পুরসভাই এই নয়া নামকরণ করেছে। এমন নামকরণের কারণও রয়েছে। যদিও ইতিমধ্যে বিরোধিতা শুরু হয়েছে এই বিষয়ে।
জায়গাটি থানের মীরা ভায়ান্ডে এলাকার। ইন্দিরা নগর নামে পরিচিত। সম্প্রতি সেখানকার বাস স্টপেজের নাম বদলে করা হয়েছে ‘বাংলাদেশ’। স্থানীয়দের বক্তব্য, আগে ইন্দিরা নগর বাস স্টপেজ বলেই পরিচিত ছিল। গত শুক্রবার নয়া বোর্ড বসিয়েছে পুরসভা। যাত্রী প্রতিক্ষালয়ের নামকরণ হয়েছে বাংলাদেশ। কেন?
[আরও পড়ুন: ধার করেছিল দাদা, ‘শাস্তি’ দিতে বাড়িতে ঢুকে গুলিবৃষ্টি দুষ্কৃতীদের, নিহত দুই বোন ]
যেহেতু ওই এলাকায় বাংলাভাষী মানুষ বসবাস করেন। উল্লেখ্য, ভারতের বিভিন্ন অংশে বাংলাভাষী মানুষকে বাংলাদেশী বলে দেগে দেন অবাঙালিরা। বাংলাদেশী এবং পশ্চিমবঙ্গের বাংলাভাষী যে এক নন, তা বোঝেন না অনেকেই।এখানেও কি সেই গোলমাল?
[আরও পড়ুন: ‘১৮ মাস জেল খেটেছি’, মোদির পর জরুরি অবস্থাকে তোপ রাজনাথেরও]
এক স্থানীয় বাসিন্দা জানান, কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে যাঁরা থানেতে আসেন, তাদের অধিকাংশই ইন্দিরা নগর এলাকাতে ঘর বাঁধেন। তুলনায় সস্তায় ঘরে মেলে এখানে। এভাবেই এলাকায় বাংলাভাষীদের আধিক্য তৈরি হয়েছে। এলাকাটিকে মুখে মুখে ‘বাংলাদেশ’ বলেন অনেকেই। সম্ভবত সেকথা মাথায় রেখেই বাস স্টপেজের নাম ‘বাংলাদেশ’ করেছে প্রশাসন। যদিও স্থানীয়দের একাংশের পছন্দ হয়নি এই নামকরণ। তাঁদের আশঙ্কা, এর ফলে এলাকার পরিচিতি বদলে যেতে পারে।