shono
Advertisement

Breaking News

বিনিয়োগ করতে চাইছেন? বড় সুযোগ দিচ্ছে এলআইসি

পাবলিক ডিপোজিট স্কিমে কারা লগ্নি করতে পারেন?
Posted: 11:41 AM Nov 24, 2022Updated: 11:41 AM Nov 24, 2022

এলআইসি হাউজিং ফাইন‌্যান্স লিমিটেডের ‘সঞ্চয়’ ডিপোজিটে বিনিয়োগ করলে এবার গ্রাহক পেতে পারেন এক ঝাঁক সুযোগ-সুবিধা। নতুন হারে সুদ থেকে শুরু করে তালিকায় রয়েছে প্রবীণ নাগরিকদের জন‌্য অতিরিক্ত ০.২৫ শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্টও। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

Advertisement

 

লআইসি হাউজিং ফাইন‌্যান্স লিমিটেডের ‘সঞ্চয়’ ডিপোজিটে বিনিয়োগে মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা। যেমন ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার, সর্বোচ্চ ক্রেডিট রেটিং, কিউমুলেটিভ/অ‌্যানুয়াল/মান্থলি পে আউট, প্রবীণ নাগরিকদের জন‌্য অতিরিক্ত ০.২৫ শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, টাকা ‘ম‌্যাচিওর’ করলে অটো রিনিউয়াল/রি-পেমেন্ট এবং মোবাইল ফোন অ‌্যাপের মাধ‌্যমে আবেদন করার বিকল্প প্রভৃতি। চলতি বছরের ২২ নভেম্বর থেকে ‘সঞ্চয়’-এর পাবলিক এবং কর্পোরেট ডিপোজিট স্কিমের সুদের নতুন হার কার্যকর হয়েছে।

পাবলিক ডিপোজিট স্কিমে কারা লগ্নি করতে পারেন?
রেসিডেন্ট/নন-রেসিডেন্ট ইনডিভিজুয়াল, কো-অপারেটিভ সোসাইটি, অ‌্যাসোসিয়েশন অফ পার্সনস, এইচইউএফ, ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম। এনআরআই অর্থাৎ প্রবাসী ভারতীয়রাও লগ্নি করতে পারেন তিন বছর পর্যন্ত তবে এনআরও অ‌্যাকাউন্টের মাধ‌্যমেই।

কর্পোরেট ডিপোজিট স্কিমে কারা লগ্নি করতে পারেন?
রাষ্ট্রায়ত্ত/বেসরকারি সংস্থা, কর্পোরেশন, স্ট‌্যাচুইটরি বোর্ড, স্থানীয় কর্তৃপক্ষ, ব‌্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ।
নিচের দু’টি চার্টে পাবলিক এবং কর্পোরেট ডিপোজিট স্কিমে নয়া সুদের হার দেওয়া হল।
*ডিপোজিট অ‌্যাপ্লিকেশন ফর্মে বর্ণিত ডিপোজিটের অঙ্ক অনুযায়ী কার্ড রেট ধার্য হবে।
প্রবীণ নাগরিকরা ০.২৫ শতাংশ/অ‌্যানাম হিসাবে অতিরিক্ত সুদ পাবেন। (২ কোটি টাকা পর্যন্ত, সমস্ত টেনিওরে)।

[আরও পড়ুন: নজরে সিঙ্গল প্রিমিয়াম জীবন বিমা, বেছে নিতে পারেন এলআইসি ‘ধন বর্ষা’ স্কিম]

প্রযোজ‌্য কার্ড রেট অনুযায়ী, সর্বোচ্চ ২০ কোটি টাকা ডিপোজিট করা যাবে কোনও মাসের ১-১৫ নভেম্বর এবং তারপর ১৬ থেকে বাকি অর্ধ পর্যন্ত। যদি মোট ডিপোজিটের অঙ্ক এই মেয়াদের মধে‌্য ২০ কোটির গণ্ডি পেরিয়ে যায়, তাহলে সেই অর্ধের জন‌্য সুদের হার হবে–ডিপোজিটের অঙ্ক ২০ কোটির বেশি হয়ে গেলে যে হার হতে পারে, তা। এবার যদি কেউ কর্পোরেট ডিপোজিট ২০ কোটি টাকার বেশি করতে চান, তাহলে লগ্নিকারীকে আগে সুদের হার নিশ্চিত করতে হবে কর্পোরেট অফিস থেকে লিখিতভাবে, চেক/আরটিজিএস/এনইএফটি জমা দেওয়ার আগে।

পাবলিক ডিপোজিট স্কিমের মান্থলি ইন্টারেস্ট পেমেন্ট অপশনের বৈশিষ্ট‌্য:
১. স্কিম টাইপ-মান্থলি ইন্টারেস্ট পেমেন্ট বিকল্প কেবলমাত্র নন-কিউমুলেটিভ ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ‌্য।
২. সর্বনিম্ন ডিপোজিট-২ লক্ষ টাকা। অতিরিক্ত ডিপোজিট-মাল্টিপলসে ১০,০০০ টাকা।
৩. সুদের পেমেন্ট ডেট- মাসের প্রথম দিন এবং মার্চ মাসের ক্ষেত্রে ৩১ তারিখ। মাসের ১৫ তারিখের আগে যে নয়া ডিপোজিট হবে, তার ক্ষেত্রে ‘ব্রোকেন পিরিয়ড ইন্টারেস্ট’-এর পেমেন্ট হবে পরের মাসের প্রথম দিনে। ১৫ তারিখের পর হলে তারিখ হল দ্বিতীয় ইন্টারেস্ট সাইকেলের প্রথম দিনে।
৪. পেমেন্ট মোড-কেবলমাত্র ইলেক্ট্রনিক পেমেন্ট মোডের মাধ‌্যমেই।

কিউমুলেটিভ এবং নন-কিউমুলেটিভ পাবলিক এবং কর্পোরেট ডিপোজিটের বার্ষিক বিকল্পের বৈশিষ্ট‌্য:
১. ডিপোজিটের ন্যূনতম অঙ্ক ২০,০০০ টাকা। অ‌তিরিক্ত ডিপোজিট (মাল্টিপলস) ১,০০০ টাকা।
২. নন-কিউমুলেটিভ স্কিমের ক্ষেত্রে সুদের পেমেন্ট বার্ষিকভাবে হবে ৩১ মার্চ তারিখে।
৩. কিউমুলেটিভ স্কিমে বার্ষিকভাবে সুদ যৌগিকভাবে ধার্য হবে।
ঠিকানা এবং পরিচয় অ‌্যাপ্লিকেশন ফর্মে যথাযথভাবে লিখতে হবে। প‌্যান জরুরি। প‌্যান ছাড়া কোনও ডিপোজিট গ্রহণযোগ‌্য বলে বিবেচিত হবে না।

[আরও পড়ুন: ইনডেক্স ফান্ডে লগ্নির সহজপাঠ, জেনে নিন লক্ষ্মীলাভের উপায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement