shono
Advertisement

মহাকাশে ইতিহাস ভারতের, সিঙ্গাপুরের দু’টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করল ইসরো

এই নিয়ে ইসরোর তরফে কক্ষপথে পাঠানো বিদেশি উপগ্রহের সংখ্যা ৪২৪।
Posted: 05:40 PM Apr 22, 2023Updated: 07:09 PM Apr 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশের কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে ইতিহাস গড়ল ইসরো (ISRO)। এবার সিঙ্গাপুরের (Singapore) দু’টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নির্দিষ্ট লক্ষ্যে প্রেরণ করলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ওই দু’টি স্যাটেলাইট হল TeLEOS-2 এবং LUMELITE-4। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের তরফে উপগ্রহ উৎক্ষেপণ করা হয় শনিবার।

Advertisement

শনিবার দুপুর ২টো বেজে ১৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় দু’টি কৃত্রিম উপগ্রহের। কক্ষপথে স্থাপনে কোনওরকম সমস্যা হয়নি। জানা গিয়েছে, সিঙ্গাপুরের উপগ্রহ দু’টির ওজন যথাক্রমে ৭৪১ কিলোগ্রাম ও ১৬ কিলোগ্রাম। সিঙ্গাপুর সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ওই দু’টি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে জানানো হয়েছে, সমুদ্রিক নিরাপত্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দেবে কৃত্রিম উপগ্রহ দু’টি। বিমান দুর্ঘটনার পর তা অনুসন্ধানের কাজেও আসবে সিঙ্গাপুরের এই কৃত্রিম উপগ্রহ। শনিবারের উৎক্ষেপণের পর ইসরোর তরফে কক্ষপথে পাঠানো বিদেশি উপগ্রহের সংখ্যা হল ৪২৪।

[আরও পড়ুন: ‘সত্যের জন্য যে কোনও মূল্য দিতে রাজি’, সময়সীমার মধ্যেই দিল্লির ‘বাংলো’ খালি করলেন রাহুল]

একদিকে যখন একের পর এক দেশি এবং বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ইসরো। পাশাপাশি পরিকল্পনা করা হয়েছে সূর্য অভিযানেরও। গবেষণার স্বার্থে সূর্যের কাছাকাছি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা ররেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি বছর সাতেক পর অর্থাৎ ২০৩০ সালেই মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে ইসরো। টিকিটের দাম হতে পারে ৬ কোটি টাকা। সব মিলিয়ে মহাকাশ গবেষণায় নজির গড়া অভ্যাস করে ফেলেছে ভারতের সংস্থাটি।  

[আরও পড়ুন: দেড় দিনে সাড়ে পাঁচ হাজার কিমি পথ, ৭ শহরে ৮ সভা! বাহাত্তরেও ‘কর্মযোগী’ মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement