shono
Advertisement

দেশের সীমান্তরক্ষীদের জন্য আসছে স্পেশ্যাল ‘কুল’ জ্যাকেট

বিশেষ এই জ্যাকেটের সৌজন্যে পঞ্চাশের উপর তাপমাত্রাতেও ঠান্ডা থাকবে বিএসএফ জওয়ানদের দেহ৷ The post দেশের সীমান্তরক্ষীদের জন্য আসছে স্পেশ্যাল ‘কুল’ জ্যাকেট appeared first on Sangbad Pratidin.
Posted: 10:15 PM Jun 12, 2016Updated: 04:45 PM Jun 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসি আসি করেও আসছে না বর্ষা৷ গরমে নাজেহাল বঙ্গবাসী৷ তাপমাত্রা চল্লিশের নিচে৷ কিন্তু, তাতে কী? জলীয়বাষ্পের কল্যাণে বাইরে বের হলেই ঘর্মাক্ত কলেবরে যাই যাই রব৷ এদিকে ৫৩-৫৪ ডিগ্রি সেলসিয়াসেও ওঁরা বাইরে সদা জাগ্রত৷ চড়া রোদে তপ্ত মাটিতে দাঁড়িয়ে কড়া নজর থাকে সীমান্তের কাঁটাতারে৷ যাতে শত্রু দেশের ছায়াও না মাড়াতে পারে৷

Advertisement

দেশের সেই সাহসী সীমান্তরক্ষীদের এবারে বিশেষ পিসিএম কুল জ্যাকেট দিতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক৷ বিশেষ এই জ্যাকেটের সৌজন্যে পঞ্চাশের উপর তাপমাত্রাতেও ঠান্ডা থাকবে বিএসএফ জওয়ানদের দেহ৷ আপাতত ট্রায়াল ভার্সানে রয়েছে এই অত্যাধুনিক পিসিএম জ্যাকেট৷ নানা ধরনের পরীক্ষা-নীরিক্ষার পরই তুলে দেওয়া হবে বিএসএফ-এর হাতে৷

প্রসঙ্গত এর আগেও একবার পিসিএম কুল জ্যাকেট পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক৷ তবে, সেবারে আশানুরূপ ফল মেলেনি৷ অবশ্য এবারে প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত নতুন এই কুল জ্যাকেট৷ এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে৷

The post দেশের সীমান্তরক্ষীদের জন্য আসছে স্পেশ্যাল ‘কুল’ জ্যাকেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement