সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রাপথের ঝঞ্ঝাট এড়াতে এবার ভিন্ন যাত্রায় এক টিকিটের ব্যবস্থা আসছে শহর কলকাতায়৷ সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগে এক টিকিটেই সরকারি বাস, মেট্রো ও ফেরিতে চড়ার সুযোগ পাবেন কলকাতাবাসী৷ এক টিকিটে বাস-মেট্রো-ফেরি পারের পরিষেবা চালুর বিষয়ে রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই প্রস্তাবে সাড়াও দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ লোকাল ট্রেনেও এই অভিন্ন টিকিট পরিষেবার আওতায় আনা যায় কি না, তা নিয়েও পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলকে প্রস্তাব দিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর৷
[আলিপুর ব্রিজে ওঠার মুখে বাইকের চাকা পিছলে যুবকের মৃত্যু, গুরুতর জখম ১]
পরিবহন দপ্তর সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে কলকাতার সমস্ত সরকারি বাস ডিপো ও নির্দিষ্ট মেট্রো স্টেশনে মিলবে নয়া এই পরিষেবা ‘কলকাতা ট্রান্সপোর্ট কার্ড’ বা কেটিসি৷ সব কিছু ঠিকঠাক এগোলে পুজোর আগেই নয়া ‘কেটিসি স্মার্ট’ পরিষেবা চালু হয়ে যাবে৷ বিশ্বের একাধিক প্রথম সারির শহরে এক কার্ডে পরিবহণের বিভিন্ন মাধ্যমে যাতায়াতের সুবিধা পান যাত্রীরা৷ মূলত, ওই ধাঁচেই এবার শহর কলকাতায় চালু হতে চলেছে নয়া ‘কেটিসি স্মার্ট’ পরিষেবা৷
[মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিজয় মিছিল, শামিল বিশিষ্টজন-প্রাক্তনীরাও]
নয়া এই পরিষেবায় স্মার্ট কার্ড তৈরি বিষয়েও বিশ্বব্যাংকের সহযোগিতা নেওয়া হবে বলেও জানা গিয়েছে৷ কার্ড রিচার্জ করানোর বিষয়ে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গেও কয়েক দফায় বৈঠক করেছে পরিবহণ দপ্তর৷ কথা চূড়ান্ত হলে এই ব্যাংকগুলিতে অনলাইনে কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা৷ এছাড়া সরকারি ডিপো থেকে কার্ড রিচার্জের ব্যবস্থা থাকবে৷ কলকাতার দুটি ফেরি ঘাটে স্মার্টকার্ড পরীক্ষার মেশিন বসানো হবে৷ পরিবহণ দপ্তরের সঙ্গে চুক্তির পরে মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন কার্ডের জন্য টিকিট পরীক্ষার স্বয়ংক্রিয় গেটের সংস্কার করবে বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে বাস ও ফেরি ঘাটেও নয়া গেট তৈরি করা হবে বলে জানা গিয়েছে৷
The post একই টিকিটে বাস-মেট্রো-লঞ্চে চড়ার সুযোগ মিলবে শহর কলকাতায় appeared first on Sangbad Pratidin.