shono
Advertisement

শুধু অনলাইনে নয়, এবার দোকানেও মিলবে Xiaomi Redmi Note 4

শনিবার থেকে বিক্রি শুরু...
Posted: 05:33 PM Mar 17, 2017Updated: 12:03 PM Mar 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা সংস্থা শাওমি ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নয়া স্মার্টফোন রেডমি নোট ৪৷ শুধু ই-কমার্স সাইটে নয়, আসন্ন শনিবার থেকে দেশের নির্বাচিত মেট্রো শহরের বিপণি থেকেই মিলবে হ্যান্ডসেটটি৷

Advertisement

এই হ্যান্ডসেটটি ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে৷ সংস্থার দাবি, মাত্র ৪৫ দিনে ১০ লক্ষ রেডমি নোট ৪ বিক্রি হয়েছে৷ এতদিন শুধু সংস্থার ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলে বিক্রি হচ্ছিল মডেলটি৷

শাওমি এক প্রেসবিবৃতিতে জানিয়েছে, আগামী ১৬-২১ মার্চ উত্তর ভারত ও ১৪-১৭ মার্চের মধ্যে দক্ষিণ ভারতের বড় রিটেলারদের কাছে পৌঁছে যাবে রেডমি নোট ৪৷ দিল্লি, জয়পুর ও চণ্ডীগড়ে আগামী বুধবার থেকে মিলবে হ্যান্ডসেটটি৷ এর পাশাপাশি মার্চের শেষ সপ্তাহ থেকে অনলাইনে ফের ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি হবে ওই জনপ্রিয় মডেলটি, আশ্বাস শাওমির৷

[বডিগার্ডদের চোখে কেন সবসময় সানগ্লাস থাকে জানেন?]

৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে৷ ২, ৩ জিবি র‍্যামের সঙ্গে ৩২ জিবি ইন্টারনাল, ৪ জিবি র‍্যামের সঙ্গে মিলবে ৬৪ জিবি স্টোরেজ৷ ২ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের, অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট ও ৪১০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ ফোনটির ওজন ১৭৫ গ্রাম৷ ডুয়াল হাইব্রিড সিম স্লট, মানে এসডি কার্ড ঢোকালে মাত্র একটিই সিম ঢোকানোর জায়গা থাকবে৷ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷

ফোর-জি এই হ্যান্ডসেটে কল কোয়ালিটিও বেশ ভাল বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউজাররা৷ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ছবির মান নিয়ে অবশ্য সামান্য অসন্তোষ রয়েছে ইউজারদের৷ অনেকেই বলছেন ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবির গুণমান আশাপ্রদ নয়৷ ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ভেরিয়েন্টের ১২,৯৯৯ টাকা৷ ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি বিশিষ্ট মডেলটির দাম ১০,৯৯৯ টাকা৷ ওই একই মেমোরি, তবে ২ জিবি র‍্যামের ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা৷

[মাত্র ৫ হাজারে ভারতে Redmi 4A আনছে Xiaomi]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement