shono
Advertisement

অষ্টম শ্রেণি পাশে NRS হাসপাতালে কর্মী নিয়োগ, সুযোগ হাতছাড়া করবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।
Posted: 05:09 PM Dec 13, 2020Updated: 05:09 PM Dec 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি পাশ বলে কী প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছেন ভাবছেন? সেই ভাবনা এবার দূর করার সময় এসেছে। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ বা এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ (NRS Medical College & Hospital)। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে এই হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। মূলত ওই হাসপাতালের মর্গে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদের জন্য রইল আবেদনের খুঁটিনাটি।

Advertisement

আবেদনের শর্ত:
১. অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আগে কোনও মর্গে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রগণ্য।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি বা উপজাতির প্রার্থী পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী তিন বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলতে পারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কবে কোন পরীক্ষা নেওয়া হবে তার দিনক্ষণ জানার জন্য প্রার্থীকে www.nrsmc.edu.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের জেরক্স কপিও জমা দিতে হবে। এছাড়া নিজের ঠিকানা লেখা একটি ফাঁকা খাম ওই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য প্রিন্সিপাল, এনআরএস মেডিক্যাল কলেজ, ১৩৮, এজেসি বোস রোড, কলকাতা: ৭০০০১৪।

আবেদনপত্র জমার শেষ দিন:
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন সংক্রান্ত যে কোনও তথ্যে জন্য www.nrsmc.edu.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement