shono
Advertisement

পার্টিতে বেসামাল অজয়-কাজলের মেয়ে নাইসা! ভিডিও ভাইরাল হতেই নিন্দে নেটদুনিয়ায়

মেয়ের কাণ্ডে বাবা-মায়ের শিক্ষা নিয়ে উঠল প্রশ্ন।
Posted: 04:43 PM Dec 26, 2022Updated: 04:43 PM Dec 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের রাতে মুম্বইয়ের রাস্তায় বেসামাল অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসাকে। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতেই শুরু হয়ে গিয়েছে কটাক্ষের পালা।

Advertisement

ভিডিওয় গোলাপি রঙের গাউনে দেখা যাচ্ছে নাইসাকে। যা ছাপিয়ে দেখা যাচ্ছে কালো অন্তর্বাস। কাছের বন্ধু ওরহান আত্রামানির হাত ধরে হাঁটছিলেন নাইসা। পাপারাজ্জি দেখেই চমকে যান। দু’জনে কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছিলেন না। নাইসার পা জোড়াও বেশ টলমলে মনে হচ্ছিল। এতেই চটেছেন নেটিজেনরা।

শোনা যায়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের পরিচয় দেন ওরহান ওরফে ওরি। পাশাপাশি অ্যানিমেশনেও সিদ্ধহস্ত। সারা আলি খানের ক্লাসমেট ছিলেন ওরহান ওরফে ওরি। এক সময় তাঁর ও জাহ্নবী কাপুরের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। কিন্তু এখন নাকি নাইসার সঙ্গেই বেশি সময় কাটছে এই তরুণের।

[আরও পড়ুন: মৃত্যুর ১০ দিন আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন তুনিশা! অভিনেত্রীর আত্মীয়র মন্তব্যে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement