সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের সেরা ক্যাচ কি নিলেন বাংলাদেশের উইকেট কিপার মুশফিকুর রহিম(Mushfiqur Rahim)?
দিল্লিতে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka)। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দুটো দলই। এই ম্যাচে নামার আগে দিল্লির দূষণ নিয়ে অনেক চর্চা হয়েছিল। সেই দিল্লিতেই মুশফিকুর রহিম দুরন্ত ক্যাচ ধরলেন।
দ্বীপরাষ্ট্রের ওপেনার কুশল পেরেরার ক্যাচ পাখির মতো উড়ে গিয়ে ধরেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার। মুশফিকুর রহিমের সেই ক্যাচ দেখার পরে অনেকেই মনে করছেন, এটাই বোধহয় টুর্নামেন্টের সেরা কোচ।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: কোন তিন বিশ্বজয়ী অধিনায়কের তালিকায় নাম লেখাতে পারেন রোহিত?]
বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। দিমুথ করুণারত্নের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে ঢোকেন কুশল পেরেরা। শরিফুলের ওভার পিচ বল ড্রাইভ করে বাউন্ডারি মারেন দ্বীপরাষ্ট্রের ওপেনার। সেই কুশল পেরেরাকেই প্যাভিলিয়নে ফেরান শরিফুল। তাঁর ডেলিভারিটা বেরিয়ে যাচ্ছিল। কুশল পেরেরা ড্রাইভ করতে যান। ব্যাটে বল লেগে প্রথম স্লিপের দিকে বল উড়ে যায়। মুশফিকুর রহিম নিজের বাঁদিকে শরীর ছুড়ে দিয়ে ক্যাচটি ধরেন। বলটি প্রথম স্লিপের দিকে উড়ে যায়। মুশফিকুর বাঁ হাতে ক্যাচটি ধরেন।
মুশফিকুরের ক্যাচটি দেখে ধারাভাষ্যকাররা প্রশংসা করেন। চলতি বিশ্বকাপে অনেকেই দুর্দান্ত ক্যাচ ধরেছেন। মুশফিকুর রহিম সেই তালিকায় নাম লেখালেন।