shono
Advertisement
Tamil Nadu

ভারতীয় সেনাকে সাহায্যের ইচ্ছা, ভাঁড় নিয়ে জেলাশাসকের দপ্তরে ৮ বছরের খুদে

তামিলনাড়ুর খুদের এমন উদ্যোগকে বাহবা জানিয়েছেন সকলেই।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:54 PM May 15, 2025Updated: 02:58 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ৮ বছর। কিন্তু এই বয়সেই ভারতীয় সেনা ও দেশের প্রতি একবুক শ্রদ্ধা রয়েছে তার। আর সেই শ্রদ্ধা ও ভক্তি থেকেই শেষ দশ মাসে নিজের জমানো সব টাকা ভারতীয় সেনার কাছে পৌঁছে দিতে পরিবারকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে পৌঁছে গেল এক বালক। তামিলনাড়ুর কারুর জেলার ওই খুদের এমন কীর্তির একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা, বাবা ও ভাইকে নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছে গিয়েছে ওই বালক। সঙ্গে রয়েছে হলুদ রঙের একটি ভাঁড়। সেই ভাঁড়েই সে শেষ ১০ মাস ধরে টাকা জমিয়েছে। সেই সব টাকা জেলাশাসকের হাত দিয়ে পৌঁছে দিতে চায় ভারতীয় সেনা বাহিনীর কাছে। ভাইরাল ভিডিওতে ওই বালককে বলতে শোনা গিয়েছে, “যে টাকা আমি জমিয়েছি, তা সেনাদের কাছে পৌঁছে দিতে চাই। যারা আমাদের সুরক্ষা দিচ্ছে, আমি তাদের সাহায্য করতে চাই।”

খুদের এমন কাণ্ড দেখে হতবাক জেলাশাসক-সহ দপ্তরের সমস্ত কর্মীরা। হাতখরচ এবং বড়দের কাছ থেকে উপহারে পাওয়া টাকা বাঁচিয়ে সেটা সেনার হাতে তুলে দেওয়ার এমন ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সামাজিক মাধ্যমেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার এমন ইচ্ছাকে বাহবা দিয়েছেন নেটিজেনরাও।

কিন্তু কেন হঠাৎ সেনাকে অর্থ সাহায্য পাঠাতে চাইছে খুদে? গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর অপারেশেন সিঁদুর অভিযান চালিয়েছে সেনা। পাশাপাশি কাশ্মীর উপত্যকাজুড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে লাগাতার অভিযান চালানে হচ্ছে। ইতিমধ্যেই অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে খতম করেছে সেনা। সেনার এই পরাক্রমকে কুর্নিশ জানিয়েই খুদের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের জমানো সব টাকা ভারতীয় সেনার কাছে পৌঁছে দিতে পরিবারকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে পৌঁছে গেল এক বালক।
  • জেলাশাসকের হাত দিয়ে এই টাকা ভারতীয় সেনা বাহিনীর কাছে পৌঁছে দিতে চাই ওই বালক।
  • তামিলনাড়ুর কারুর জেলার ওই খুদের এমন কীর্তির একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।
Advertisement