shono
Advertisement

হেলিকপ্টর চেপে ছাদনাতলায় কলকাতার সরকারি হাসপাতালের চিকিৎসক, খরচ জানেন?

দিল্লির একটি বেসরকারি সংস্থার থেকে হেলিকপ্টার ভাড়া করেন চিকিৎসক যুবক।
Posted: 04:25 PM Nov 26, 2022Updated: 04:25 PM Nov 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: বাবার ইচ্ছে রাখতে কয়েক লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টর (Helicopter) ভাড়া করেছিলেন প্রভাত কুমার (Prabhat Kumar)। বিহারের (Bihar) বাসিন্দা কলকাতার সাগর দত্ত হাসপাতালের (Sagar Dutta Hospital) এই চিকিৎসক শেষ পর্যন্ত নিজেই কপ্টরে উড়ে বিয়ে করতে এলেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বেজায় অবাক হয়েছেন কনেপক্ষের এলাকার লোক। যদিও বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখছেন সরকারি হাসপাতালের চিকিৎসক যুবক।

Advertisement

৩৫ বছরের ছেলের বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলেন প্রভাত কুমারের বাবা পেশায় কৃষক রামানন্দ সিং। কঠিন অসুখে ভুগছিলেন তিনি। রক্তে সংক্রমণজনিত সমস্যা ছিল তাঁর। এর মধ্যেই ২৮ বছরের নিশি কুমারীর সঙ্গে প্রভাতের বিয়ে পাকা হয়। দুর্ভাগ্যের হল এর দু’দিন পরে মৃত্যু হয় রামানন্দ সিংয়ের। তার আগেই সন্তানের কাছে বিশেষ আবদার করেছিলেন তিনি। কষ্ট করে ডাক্তারি পড়ানো ছেলের কাছে বাবা আবদার করেন, হেলিকপ্টর চড়বেন তিনি। বিয়ের দিন কপ্টরে চড়ে ছেলের শ্বশুরবাড়িতে যেতে চান রামানন্দ।

[আরও পড়ুন: বিহারে এবার ট্রেন চুরি! রেল ইয়ার্ডের নিচে সুড়ঙ্গ, চোরের দল গায়েব করল গোটা ইঞ্জিন]

বৃদ্ধ অসুস্থ বাবার ইচ্ছেপূরণে সেই মতো ব্যবস্থা নেন প্রভাত কুমার। দিল্লির (Delhi) একটি বেসরকারি সংস্থা থেকে ২০ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন তিনি। কিন্তু বাগদানের দু’দিন মধ্যেই প্রয়াত হন রামানন্দ সিং। তবে বাবার শেষ ইচ্ছে ভোলেননি প্রভাত কুমার। সে কথা মাথায় রেখেই হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান তিনি। যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। খবর করছে অধিকাংশ সংবাদমাধ্যম। তবে প্রভাতের মন ভাল নেই। কারণ লক্ষ টাকা খরচ করেও বাবার শেষ ইচ্ছে পূরণ হল না!

[আরও পড়ুন: ২৬/১১ হানায় শহিদ জওয়ান, বীর সন্তানের নামে গ্রামের নামকরণ মহারাষ্ট্রে]

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ (Bangladesh) হেলকপ্টরে চড়ে বিয়ে করার ঘটনা ঘটে।নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মিরাজ বাকার নামের এক ব্যক্তি হেলিকপ্টারে বিয়ে করতে আসেন। লন্ডন (London) প্রবাসী বরের বিলাসী কাণ্ডে চমকে যায় গ্রামবাসীরা। হেলিকপ্টর ঘিরে ভিড় জমান তাঁরা।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার