সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবনে অফিস থেকে ছুটি পাওয়াই যেন দুষ্কর। সব সময় আবেদন করেও ছুটি পাওয়া যায় না। নির্দিষ্ট ছুটির মাঝে অন্য ব্যক্তিগত কাজ যে একেবারেই থাকে না, তাও নয়। তা ছুটি নেওয়ার ক্ষেত্রে অনেক সময় মিথ্যে কথা বলেন কর্মজীবীরা। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছুটির আবেদন জানানো ই-মেল সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। মন ছুঁয়েছে নেটিজেনদের।
শাহিল নামে একজন টুইটার ব্যবহারকারী সম্প্রতি একটি ছুটির আবেদন জানানো ই-মেল শেয়ার করেন। ওই আবেদনপত্রের বয়ানেই রয়েছে চমক। কারণ, তা পড়ে অবাক হতে হবে আপনাকেও। ওই আবেদনপত্রে লেখা রয়েছে, “স্যর, আজ আমার অন্য একটি সংস্থায় ইন্টারভিউ রয়েছে। তাই একটি ছুটির দরকার। সে কারণে ই-মেল করলাম। আশা করি আপনি আমার ছুটি মঞ্জুর করবেন।”
[আরও পড়ুন: মরণ হোক একসাথে! দাম্পত্য কলহে স্বামীর গায়ে আগুন লাগিয়ে তাঁকেই জড়িয়ে ধরলেন নদিয়ার বধূ]
জনৈক শাহিলের এই টুইটটি যেন বিদ্যুতের গতিতেই ভাইরাল হয়ে যায়। নেট ব্যবহারকারীরা এ ধরনের ছুটির আবেদনপত্র শেষবার কবে দেখেছেন, তা ভ্রূ কুঁচকেও মনে করতে পারছেন না। কারণ, এই ধরনের ছুটির আবেদনপত্র যে বিরল। তাই তো তা নেটিজেনদের মন ছুঁয়েছে। ওই কর্মীর সততায় মুগ্ধ প্রায় সকলেই। অনেকেই লিখেছেন, “এ ধরনের কর্মী সংস্থার কর্মী।”
আবার কেউ কেউ গোটা টিমেরই প্রশংসা করেছেন। বসের প্রশংসা করেছেন। কারণ, বস ভাল বলেই এভাবে ছুটির আবেদনপত্র লেখার সাহস ওই কর্মীটি পেয়েছেন বলেই মনে করছেন নেটিজেনরা।