shono
Advertisement
Viral Video

বিয়ের দু'ঘণ্টা আগে কনের সাজে প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরে চুমু তরুণীর! ভাইরাল ভিডিও

প্রেমিককে জড়িয়ে ধরে কেঁদেও ভাসালেন তরুণী।
Published By: Kishore GhoshPosted: 06:08 PM Dec 15, 2025Updated: 06:08 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৭৬-এ মুক্তি পাওয়া সত্যজিতের ছবি 'জনঅরণ্য'-এর এক দৃশ্যে প্রেমিকা (অপর্ণা সেন) বিয়ের আগে দেখা করতে আসেন প্রেমিকের (কেন্দ্রীয় চরিত্র সোমনাথ) সঙ্গে। ৫০ বছর পর কতকটা যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি! তবে রিলে নয়, রিয়েল লাইফে। জীবনের নতুন অধ্যয় শুরুর আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ভাসালেন তরুণী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

বিয়ের পিঁড়িতে বসার ঘণ্টা দুয়েক আগে কনের সাজেই প্রাক্তনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েন তরুণী। ‘রিয়্যালিস্টিকট্রোল্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, কনের সাজে গাড়িতে বসে আছেন বিষণ্ণ তরুণী। গাড়িটি থামতেই পরনের ঘাগরা সামলে রাস্তায় দাঁড়ানো এক তরুণের দিকে ছুটে যান তিনি। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন তরুণী। বুকে জড়িয়ে ধরেন প্রাক্তন প্রেমিককে। তরুণের মাথায় চুমু এঁকে দেন তিনি। নাটকীয় ভঙ্গিতে বিদায় জানিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসেন।

এই ভিডিওর ক্যাপশানেই জানানো হয়েছে, বিয়ের দু'ঘণ্টা আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তরুণী। ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অধিকাংশই কটাক্ষ করছেন তরুণীকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিশ্বাসের কোনও মূল্য নেই আজকাল। বিয়ের পরেও কি লুকিয়ে দেখা করতে যাবেন?’’ কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ভাইরাল রিল তৈরি করা হয়েছে। গোটাটাই অভিনয়। বাস্তবে কোনও তরুণী বিয়ের আগে প্রাক্তনের সঙ্গে দেখা করতে গেলেও তা লুকিয়ে করবেন, ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় আপলোড করবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
  • নাটকীয় ভঙ্গিতে বিদায় জানিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসেন তরুণী।
  • মাথায় হাত বুলিয়ে তরুণীকে শান্ত করার চেষ্টা প্রেমিকের!
Advertisement