shono
Advertisement
BJP

'পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজের নাটক! ৫৫ দিন পর 'শ্রীঘরে' বিজেপি নেতা

অভিযোগ তোলা হয় , পুলিশই অবৈধভাবে প্রীতমকে আটকে রেখেছে।
Published By: Amit Kumar DasPosted: 08:04 PM Dec 15, 2025Updated: 08:10 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য বিবাদে পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাঁকে ছেড়েও দিয়েছিল পুলিশ। সেই ঘটনার পর পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপির নেতা প্রীতম সিং কিসান। টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর প্রীতমকে তাঁর নিজের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। এতগুলো দিন পুলিশের সঙ্গে 'মশকরা' করার অপরাধে অবশেষে শ্রীঘরে ঠাঁই হয়েছে হামিরপুরের প্রাক্তন বিজেপি সভাপতি প্রীতমের। অভিযুক্ত স্বীকারও করেছেন পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজ হওয়ার নাটক করছিলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, সামান্য এক বিবাদের জেরে প্রীতমকে আটক করেছিল পুলিশ। তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবার প্রথমে বাজেয়াপ্ত করলেও পরে তা ফেরত দেওয়া হয়। তবে থানায় একরাত আটকে থাকায় অপমানিত হন প্রীতম। পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজ হয়ে যাওয়ার ছক কষেন। সেইমতো ১৮ অক্টোবর থেকে প্রীতমের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে পুলিশের বিরুদ্ধে সরব হন প্রীতমের পরিবার। ২৮ নভেম্বর তাঁর ভাই বীর তেলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযোগ করেন, প্রীতমকে খোঁজার বিষয়ে উদাসিনতা দেখাচ্ছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশই অবৈধভাবে প্রীতমকে আটকে রেখেছে বলে অভিযোগ করা হয়। যার জেরে আদালতের তরফে পুলিশকে ভর্ৎসনা করার পাশাপাশি অবিলম্বে তাঁকে খোঁজার নির্দেশ দেওয়া হয়।

আদালতের তোপের মুখে পড়ে এরপর কোমর বেঁধে নামে পুলিশ। তল্লাশি অভিযানের পর ১২ ডিসেম্বর লখনউতে তাঁর নিজের বাড়িতেই প্রীতমের খোঁজ পান তারা। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে হাজির করা হয় আদালতে। গোটা ঘটনা শোনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে নিরাপত্তার কারণে ওই বিজেপি নেতাকে এক বৃদ্ধাশ্রমে নজরবন্দি করে রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপির নেতা প্রীতম সিং কিসান।
  • টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর প্রীতমকে তাঁর নিজের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ।
  • এতগুলো দিন পুলিশের সঙ্গে 'মশকরা' করার অপরাধে অবশেষে শ্রীঘরে ঠাঁই হয়েছে হামিরপুরের প্রাক্তন বিজেপি সভাপতি প্রীতমের।
Advertisement