shono
Advertisement
Bihar

তিন বছরে তিন বিয়ে বিহারের যুবকের, বলছেন 'কোনও স্ত্রী রান্না করতে পারে না'!

পিন্টুর দাবি, বাধ্য হয়েই তিনবার বিয়ে করেছেন তিনি।
Published By: Anustup Roy BarmanPosted: 01:10 PM Dec 26, 2025Updated: 02:43 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) গ্রেপ্তার এক যুবক। তিন বছরে তিন বিয়ে করেছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং পণের দাবিতে মারধোরের অভিযোগ করেছেন দুই স্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জ জেলার পিন্টু বার্নওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তিনটি বিয়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি, তিনি কোনও স্ত্রীর সঙ্গেই আইন মেনে বিচ্ছেদ করেননি বলে দাবি করেছেন দুই স্ত্রী। গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও, সব অভিযোগ অস্বিকার করেছেন পিন্টু।

তাঁর প্রথম স্ত্রী খুশবুর দাবি, ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পরে বার বার সমস্যা হওয়ায় খুশবু র বাবা পিন্টুকে তিন লক্ষ টাকা, ২০ গ্রাম ওজনের হার এবং ১৫ গ্রাম ওজনের আংটি-সহ অন্যান্য জিনিস পণ হিসেবে দেন। খুশবুর অভিযোগ নিয়মিত তাঁর উপর অত্যাচার করা হত। এরপরে হঠাৎ একদিন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নিজের বাড়িতে থাকার সময় তিনি পিন্টুর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন।

পিন্টুর দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন ৫ লক্ষ টাকা এবং গাড়ির দাবিতে তাঁর উপরেও অত্যাচার করা হয়। পণ দিতে না পারায় তাঁকেও বাড়ি থেকে বের করে দেয় পিন্টু। তাঁরও অভিযোগ সরকারিভাবে বিচ্ছেদ না করেই ফের বিয়ের অভিযোগ করেছেন তিনি।

যদিও, এই সব অভিযোগ অস্বিকার করেননি অভিযুক্ত। তাঁর দাবি, বাধ্য হয়েই তিনবার বিয়ে করেছেন তিনি। সব দোষ প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর উপর চাপিয়ে পিন্টু বলেন, 'আমার মায়ের বয়স ৬০ বছর। এই দুই মহিলার মধ্যে কেউ রান্না করতেন না। আমি আর মা মিলে ওদের খাইয়েছি। প্রথম স্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছেন পিন্টু। তাঁর দাবি প্রথম দুই স্ত্রী মিলে ষড়যন্ত্র করেছে তাঁর বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারে গ্রেপ্তার এক যুবক।
  • তিন বছরে তিন বিয়ে করেছেন বলে অভিযোগ।
  • সব অভিযোগ অস্বিকার করেছেন পিন্টু।
Advertisement