shono
Advertisement
IndiGo

বাতিল ইন্ডিগোর উড়ান! নিজেদের রিসেপশনেই অনলাইনে হাজির নবদম্পতি, দেখুন ভিডিও

নেমন্তন্ন খেতে আসা আত্মীয়রা বর-কনেকে আশীর্বাদ করলেন পর্দায় দেখেই।
Published By: Biswadip DeyPosted: 07:40 PM Dec 05, 2025Updated: 07:42 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের রিসেপশনে পাশাপাশি বসে রয়েছেন সুসজ্জিত নবদম্পতি। অনুষ্ঠানে হাজির বহু মানুষ। জমজমাট উৎসবের বাড়ি। কিন্তু... সাধারণ চেনা ছবির মতো নয় সবটা। বর-কনে যে সেখানে হাজির 'অনলাইনে'! স্বাভাবিক ভাবেই মনে হতে পারে ব্যাপারটা কী? আসলে এর পিছনে রয়েছে দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর চরম বিশৃঙ্খলা। পরপর উড়ান বাতিলের ধাক্কায় কর্নাটকে রিসেপশনের আসরে আসাই হয়নি বেঙ্গালুরুতে বসে থাকা টেক দম্পতির।

Advertisement

জানা গিয়েছে, বরের নাম সংগ্রাম দাস। তিনি ওড়িশার ভুবনেশ্বরের ছেলে। অন্যদিকে মেধা ক্ষীরসাগর নামের কনেটির বাড়ি কর্নাটকে। কিন্তু দু'জনেই চাকরি করেন বেঙ্গালুরুতে। ২৩ নভেম্বর তাঁদের বিয়ে হয়েছে। এবার মেয়ের বাড়িতে আয়োজন করা হয় রিসেপশনের। কিন্তু শেষপর্যন্ত সেই বিয়ের আসরে এমন ঘটবে কে ভেবেছিল?

মেধার মা বলছেন, ''২৩ নভেম্বর বিয়ে হয়েছিল। আমরা ঠিক করি ৩ নভেম্বর রিসেপশনের আয়োজন করব। কিন্তু সেদিন ভোর চারটের সময় জানা যায়, ওদের উড়ান বাতিল হয়েছে। তবে তখনও আশা করেছিলাম, পরের উড়ানে নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। কিন্তু ক্রমে বুঝতে পারি, আর সেদিন আসা সম্ভবই নয়। এদিকে বহু আত্মীয়কেই আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে শেষ মুহূর্তে রিসেপশন বাতিল করা সম্ভব ছিল না। তাই বাধ্যত ওরা বেঙ্গালুরু থেকে অনলাইনেই যোগ দেয়।''

উল্লেখ্য, পর পর ৪ দিন ইন্ডিগোর পরিষেবার সমস্যার জেরে ভুগতে হয়েছে গ্রাহকদের। বিমানবন্দরগুলিতে চরমে যাত্রী ভোগান্তির চিত্র। শুক্রবারও দেশের প্রায় সমস্ত প্রান্তের সব অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে ইন্ডিগো। যার ফলে ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, এ সবটাই হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভ্রান্ত নীতির জেরে। কিন্তু এহেন বিতর্কের মধ্যেই যাত্রীদের ব্যক্তিগত সমস্যার যে ছবি ফুটে উঠল তা বুঝিয়ে দিল সমস্যাটার শিকড় কত গভীরে পৌঁছে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজেদের বিয়ের রিসেপশনে বর-কনে হাজির 'অনলাইনে'!
  • এর পিছনে রয়েছে দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর চরম বিশৃঙ্খলা।
  • পরপর উড়ান বাতিলের ধাক্কায় কর্নাটকে রিসেপশনের আসরে আসাই হয়নি বেঙ্গালুরুতে বসে থাকা টেক দম্পতির।
Advertisement