সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ দরজার আগল ভেঙে 'ফ্যান্টাসি'র নেশায় বুদ নব প্রজন্ম! ফলস্বরপ 'একান্ত ব্যক্তিগত' যৌনাচার এখন সুযোগ খোঁজে অভিনবত্বের। চক্ষুলজ্জার মাথা খেয়ে বাস, ট্রেন, খোলা ময়দান বাদ যাচ্ছে না কোনও কিছুই। সুযোগ পেলেই যত্রতত্র শরীরী খেলায় মেতে উঠছে এই প্রজন্মের যুবক যুবতীরা। এবার সে দৃশ্যই ধরা পড়ল মুম্বইয়ে। সহযাত্রী অস্বস্তিকে ভ্রুক্ষেপ না করে চলন্ত বাসেই সঙ্গমে মেতে উঠল যুগল। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয়েছে প্রশাসন। বাসের মধ্যে এই ঘটনা ঘটলেও কন্ডাক্টর বাধা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, গত রবিবার এই ঘটনা ঘটে নবি মুম্বই পুরসভার সরকারি বাসে। এই বিকৃত যৌনাচারের ২২ সেকেন্ডের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এসি বাসের একেবারে পিছনের আসনে জানালার ধারে বসে সঙ্গমে লিপ্ত বছর ২০-র তরুণ তরুণী। যৌনাচারে এতটাই মত্ত তাঁরা যে বাসের মধ্যে আরও লোকজন রয়েছে সে বিষয়ে ন্যূনতম চক্ষুলজ্জাটুকু নেই। জানা যাচ্ছে, পানবেল থেকে কল্যাণের উদ্দেশে যাচ্ছিল বাসটি। খুব একটা যাত্রী ছিল না বাসের মধ্যে। সিগনালে দাঁড়িয়ে থাকার সময় পাশের একটি বাস থেকে ২২ সেকেন্ডের ওই ভিডিওটি রেকর্ড করেন কোনও একজন। যা ভাইরাল হতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। অভিযুক্ত ওই তরুণ তরুণী তো বটেই, বাসের কন্ডাক্টরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
এই ঘটনায় পুরসভার এক শীর্ষ আধিকারিক জানান, অভিযুক্ত কন্ডাক্টরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি বাসে এমন ঘটনা ঘটা সত্ত্বেও কন্ডাক্টর কেন কোনও পদক্ষেপ নেননি সে বিষয়ে তাঁর কাছে জবাব তলব করা হয়েছে। এই বিষয়ে পুরসভাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ওই তরুণ তরুণীর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, জনসমক্ষে এই ধরনের ঘটনায় ৩ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
