সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকাল এমন পড়েছে যে 'বিখ্যাত' হওয়ার জন্য 'কুখ্যাত' হতেও রাজি লোকে। ভাইরাল হওয়ার অদম্য বাসনার কারণে বিপাকে পড়লেন লউনউয়ের (Lakhnow) বাসিন্দা এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তরুণী। সম্প্রতি ব্যস্ত হাইওয়েতে নাচ-গানের রিল বানান তিনি। যা দেখে নেটিজনেরা তাঁকে 'রিভলভার রানি' বলে ডাকছে। কেন? যেহেতু হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নাচতে দেখা গিয়েছে তরুণীকে। যদিও ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ফলে কেরামতি দেখাতে গিয়ে এখন অস্বস্তিতে তরুণী।
অভিযুক্ত ইন্সটাগ্রাম স্টার এবং ইউটিউবারের নাম সিমরন যাদব। লখনউয়ের শহরের পথে রঙিন পোশাক পরে ভোজপুরি গানের তালে নাচের রিল বানান তিনি। এমনিতে এমন ভিডিও হামেশাই দেখা যায়। কিন্তু ভিউ বাড়াতে রিভলভার হাতে নাচেন সিমরন। আইনজীবী কল্যাণজি চৌধুরী ওই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ করেন। ক্যাপশানে লেখেন, 'ইন্সটাগ্রাম স্টার সিমরন যাদব প্রকাশ্যে আইন ভাঙছেন, হাতে পিস্তল নিয়ে হাইওয়েতে ভিডিও বানিয়ে ক্ষমতা প্রদর্শন করছেন। যদিও প্রশাসন নীরব।'
[আরও পড়ুন: ভোটের চূড়ান্ত হার প্রকাশ করার সময়সীমা বেঁধে দেওয়া হোক কমিশনকে, আর্জি সুপ্রিম কোর্টে]
প্রতিবাদী পোস্টটি লখনউ পুলিশকে ট্য়াগ করেন কল্যাণজি চৌধুরী। যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর নজরে আসে পুলিশের। পুলিশের তরফে প্রতিক্রিয়া জানানো হয়, তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ একথা বললেও গোটা ঘটনায় রাগ এবং বিরক্তি প্রকাশ করেছে নেটিজেনরা। প্রকাশ্য রাস্তায় পিস্তল হাতে ভিড়ের মাঝখানে এমন কাজ হয় কীভাবে? এক নেটিজেন লিখেছেন, আশা করি ওর রিলের বিরুদ্ধে ব্যবস্থ নেবে প্রশাসন। উল্লেখ্য, অভিযুক্ত সিমরন যাদবের ইন্সট্রাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা ২.২ মিলিয়ান। অন্যদিকে ইউটিউব সাব্সক্রাইবারের সংখ্যা ১.৮ মিলিয়ান।