সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিল তিল করে জমানো টাকায় স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে স্বপ্নকে লালিত করা পর আড়াই কোটি টাকা দিয়ে ফেরারি গাড়ি কেনেন যুবক। তা কিনে বাড়ি ফেরার পথে গাড়িটিতে আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়টির সঙ্গে স্বপ্নকে পুড়তে দেখেন যুবক।
ঘটনাটি ঘটেছে জাপানের রাস্তায়। ৩৩ বছর বয়সি সঙ্গীত প্রযোজক হনকন ফেরারি ৪৫৮ স্পাইডার মডেলের গাড়িটি কেনেন। হাতে পাওয়ার পর সেটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় হঠাৎ গাড়ির ভিতরে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পারেন তিনি। গাড়ি থেকে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সামনের বনেট টুকু ছাড়া পুরো গাড়িটি পুড়ে যেতে দেখেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কুড়ি মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে সবশেষ। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
সঙ্গীত প্রযোজক সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, 'গাড়িটি কেনার ১ঘণ্টার মধ্যে আমার ফেরারি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেল। আমি হলফ লাগিয়ে বলতে পারি পুরো জাপানে আমার মতো এই রকম পরিস্থিতির সম্মুখীন কেউ হননি।' এই পোস্ট করার পর অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। সঙ্গে হনকন সুরক্ষিত আছে জেনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।
