সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি চ্যানেলের আলোচনায় দুই প্রথম সারির রাজনৈতিক নেতার মারামারি ‘লাইভ’ দেখল পাকিস্তান (Pakistan)। এই ঘটনায় রীতিমত তাজ্জব গোটা দেশ। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়াতেও (Social Media)। দেখছে গোটা দুনিয়া। চলছে কটাক্ষ। নেটিজেনরাও দুই নেতার কাণ্ডে প্রশ্ন তুলেছেন।
এ যেন কুস্তি প্রতিযোগিতা! টিভি চ্যানেলের রাজনৈতিক নেতাদের প্যানেল আলোচনায় স্টুডিওর ভিতরে, ক্যামেরার সামনে পাকিস্তান দেখল দুই নেতাকেই একে অপরের বিরুদ্ধে অশ্লীল শব্দ প্রয়োগ করতে। তারপর মুষ্টিযুদ্ধে নেমে পড়তে। আর আচমকা রাজনৈতিক টক শো মারামারিতে পরিণত হওয়ায়, বিভ্রান্ত হয়ে পড়েছিলেন সম্প্রচারকারীরাও।
[আরও পড়ুন: ভারতে বৈষম্যের শিকার সংখ্যালঘুরা! আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কী জবাব জয়শংকরের?]
সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী বছর ভারতের মতো প্রতিবেশী দেশেও নির্বাচন। উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক আবহাওয়া। তারই আঁচ পড়ল পাকিস্তানের এক টিভি চ্যানেলে রাজনৈতিক বিতর্কে। সেখানে আলোচনায় অংশ নিতে এসেছিলেন নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন দলের সেনেটর আফনান উল্লাহ খান। তাঁর বিপরীতে ছিলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর নেতা শের আফজাল খান মারওয়াত। আর তাঁদের সৌজন্যে শালীনতা, সৌজন্যের সীমা অতিক্রম করে রাজনৈতিক উত্তেজনার এমনই এক কুরুচিকর ছবি দেখল পাকিস্তানের মানুষ।
[আরও পড়ুন: কানাডা বিতর্কে ভারতের পাশে ‘বন্ধু’ বাংলাদেশ, কী বার্তা দিল ঢাকা?]
বিতর্কের এক পর্যায়ে যুক্তি দেওয়ার বদলে, ইমরানের দলের শের আফজাল খান মারওয়াত নিজের জায়গা থেকে উঠে এসে আফনান উল্লাহ খানের মাথায় চড় মারেন। পরিস্থিতি নিমেষে হাতের বাইরে চলে যায়। সেনেটরও পাল্টা রুখে দাঁড়িয়ে মারওয়াতকে মারতে মারতে মাটিতে ফেলে দেন, লাথি ও ঘুষিও মারেন।