shono
Advertisement

সৈকতের বালিতে চার হাজারের বেশি প্রদীপে মা কালীর মুখ! অপূর্ব সৃষ্টি সুদর্শন পট্টনায়েকের

দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন শিল্পী।
Posted: 06:15 PM Oct 24, 2022Updated: 06:15 PM Oct 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাস  ডেস্ক: শিল্প রসিককে হতবাক করাই যেন তাঁর শিল্প! সেই কারণেই তিনি জীবন্ত কিংবদন্তি। দিওয়ালিতে (Diwali) পুরীর (Puri) সমুদ্র সৈকতে অপূর্ব কালীমূর্তি গড়ে চমকে দিলেন। অবশ্যই সাধারণ মূর্তি গড়েননি বিশ্ববিখ্যাত বালু শিল্পী (Sand Artist) সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)। বালি ও ৪০৪৫টি প্রদীপ দিয়ে কালী মূর্তিটি গড়েছেন তিনি। নিজের গড়া সাগর তীরের মায়ের মূর্তির ছবি দিয়ে টুইট করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সুদর্শন।

Advertisement

এদিন টুইটারে (Twiter) সৈকতের অপূর্ব কালীমূর্তির ছবি পোস্ট করার পাশাপাশি সুদর্শন লেখেন, “আমার বালু শিল্প, পুরীর সমুদ্র সৈকতে ৪০৪৫টি প্রদীপ দিয়ে তৈরি করলাম মা কালীর মূর্তি।” এইসঙ্গে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রখ্যাত শিল্পী। মূর্তিটির একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে দেখা গিয়েছে, সান্ধ্য সৈকতে আছড়ে পড়ছে সাগরের ঢেউ। প্রচ্ছদপটে ঢেউয়ের সাদা ফেনা, সামনে গাঢ় নীল রঙের মা কালীর মূর্তি। মাথায় রয়েছে অপূর্ব মুকুট। যার গোটাটাই তৈরি হয়েছে বালি ও ৪০৪৫টি প্রদীপের কারুকাজে।

[আরও পড়ুন: ধন্যি ছেলে! ছোবল খাওয়ার পরেও বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক]

এর আগেও বিভিন্ন উৎসবে তাঁর অপূর্ব বালু শিল্পের উদাহরণ রেখেছেন সুদর্শন পট্টনায়ক। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন এই শিল্পী। কিছুদিন আগে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সম্মান জানিয়ে পুরীর সৈকতে তাঁর মূর্তি গড়েন সুদর্শন পট্টনায়ক। ভিনদেশেও মূর্তি গড়তে পাড়ি দিয়েছেন সুদর্শন। বছর কয়েক আগে শ্রীলঙ্কা (Sri Lanka) সৈকতে বিশ্বের দীর্ঘতম বালির বুদ্ধ মূর্তি (Buddha Sculpture) গড়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: গৃহস্থের ফাঁকা বাড়িতে ঢুকে মদ্যপান, স্নান সেরে ঠাকুরঘরে আত্মহত্যা চোরের!]

প্রসঙ্গত, দেশবাশীকে আলোর উৎসব দিওয়ালির (Diwali 2022) শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দীপাবলির পাশাপাশি কালীপুজোর (Kali Puja 2022) শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দেশের সৈনিকদের সঙ্গে দিওয়ালি পালন করতে সকালেই কারগিল পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার