‘২০০০-এর নোট দিন, ২১০০ টাকার মাংস নিন’, বিক্রেতার বিজ্ঞাপনী কৌশলে তোলপাড় নেটপাড়া

04:14 PM May 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলাপি ‘নোটবন্দি’ ঘোষণা হতেই গোটা দেশে নানা কাণ্ডের খবর মিলছে। দু’দিন আগে উত্তরপ্রদেশে এক যুবকের স্কুটিতে তেল ভরেও তা ফিরিয়ে নেন পাম্প কর্মী। যেহেতু ২০০০ টাকার নোটে মূল্য চোকাতে চেয়েছিলেন তিনি। ভাইরাল হয়েছিল ওই ঘটনার ভিডিও। এবার উলটো ঘটনা দিল্লিতে (Delhi)। ২০০০ টাকার নোটকেই বাণিজ্য কৌশল বানালেন রাজধানীর এক মাংস বিক্রেতা। তিনি নিজের দোকানে পোস্টার সেঁটেছেন, ২০০০ টাকার নোট দিন, ২১০০ টাকার মাংস নিয়ে যান। নেটপাড়ায় হইহই পড়ে গিয়েছে দিল্লির মাংস বিক্রেতার এই বিজ্ঞাপন নিয়ে।

Advertisement

মাংস বিক্রেতার নাম জানা যায়নি। রাজধানীর জিবিটি নগর এলাকায় ছোট দোকান রয়েছে তাঁর। দোকানের নাম সর্দার মিট শপ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওই মাংস বিক্রেতার হাতে লেখা বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, “২০০০ টাকার নোট দিন আর সর্দার মিট শপ থেকে ২১০০ টাকার মাংস নিয়ে যান।” ২০০০ টাকার নোট নিয়ে রাজধানীর মাংস বিক্রেতার অভিনব বাণিজ্য কৌশল দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। মাংসের দোকানের বিজ্ঞাপনের ওই ছবির সঙ্গে মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তাঁরা।

Advertising
Advertising

[আরও পড়ুন: আলওয়ার গণপিটুনিতে ৪ অভিযুক্তের জেল, চার বছর পর বিচার পেল সংখ্যালঘু পরিবার]

এক জন লিখেছেন, “ব্যবসায়িক বুদ্ধি হল সুযোগ কাজে লাগানো।” এক নেটিজেনের মন্তব্য, “বিজ্ঞাপনের দারুণ কৌশল”। এক ব্যক্তির পর্যবেক্ষণ, “যদি আপনি মনে করেন রিজার্ভ ব্যাংক বেশি বুদ্ধিমান, তবে মাথায় রাখবেন তাদের চেয়েও বেশি বুদ্ধিমান এই দেশে রয়েছেন।” উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর অবধি ব্যাংকে গিয়ে ২০০০ টাকার নোট বদলের সময় দিয়েছে আরবিআই। যদিও অনেকেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেছেন। সেই সুযোগই কাজে লাগলেন বুদ্ধিমান মাংস বিক্রেতা।

[আরও পড়ুন: জোর চোট মেরুদণ্ডে! জেলের শৌচাগারে পড়ে হাসপাতালে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন]

Advertisement
Next