সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: না ফেরার দেশে রাজ্যের প্রবীণতম ভোটার। লোকসভা নির্বাচনের মুখেই প্রাণ হারালেন ১১৫ বছর বয়সি কাঁকসার হারাধন সাহা। বুধবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘির সরস্বতী গঞ্জে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আর্জি জানিয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। পায়ে হেঁটে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচন কেন্দ্রে যেতে পারেননি। বাড়ি বসে পোস্টাল ব্যালটে দিয়েছিলেন ভোট। ২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে।
[আরও পড়ুন: জটিলতা শেষে গৃহীত ইস্তফাপত্র, বিধানসভা থেকে বেরিয়ে কী বললেন তাপস রায়?]
আবার দোরগোড়ায় আরেকটি লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সাক্ষী থাকবেন জেলার প্রবীণতম ভোটার হারাধন সাহা। কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতা বাড়তে থাকে তাঁর। বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনেটে কাঁকসার জঙ্গলমহলের সরস্বতী গঞ্জের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে রাজ্যে এসেছিলেন জওহরলাল নেহেরু। ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে তাঁর লড়াইয়ের সঙ্গীও হয়েছিলেন তিনি। জঙ্গলমহলের সরস্বতীগঞ্জ গ্রাম সৃষ্টির সময় থেকেই রয়েছেন জেলার প্রবীণতম ভোটার হারাধন সাহা।
দেখুন ভিডিও: