সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সব খেলার সেরা সেই ফুটবল…”। ফুটবল বাঙালির রক্তে। সেই আবেগকে উসকে দিয়েই সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল ‘গোলন্দাজ’-এর মোশন পোস্টার। সদ্য প্রকাশ্যে এসেছে দেবের ‘গোলন্দাজ’ বাহিনির পুরো কাস্টিং। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের টিমে যোগ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রাশীস রায় এবং গায়ক শ্রীকান্ত আচার্য। নিঃসন্দেহে ঝাঁ চকচকে কাস্টিং! এবার ২৬ জানুয়ারি উপলক্ষে প্রকাশ্যে এল ফার্স্ট লুক মোশন পোস্টার। মাত্র কয়েক সেকেন্ডের এই মোশন পোস্টারেই উন্মাদনার পারদ চড়েছে। ফুটবলপ্রেমীদের মধ্যে তো বটেই, সিনেদর্শকদের মধ্যেও।
এই বাংলার অতীতেই লুকিয়ে রয়েছে কত অজানা গল্প। যার সঙ্গে মিলেমিশে রয়েছে পুরোদস্তুর বাঙালিয়ানা। বাংলা ইতিহাসের পরতে পরতে সুপ্ত থাকা সেই গল্পকেই সিনেম্যাটিক ফরম্যাটে জীবন্ত করে তুলতে চলেছেন ধ্রুব। ভারতবাসী হিসেবে যিনি প্রথম ফুটবলে পা দিয়েছিলেন, সেই মানুষটি কিন্তু আদ্যোপান্ত এক বাঙালি। অথচ, সেই ইতিহাস সিকিভাগ লোকের জানা। চেনা ইতিহাসের সেই অচেনা দিকগুলিকে উন্মোচন করার ইচ্ছে থেকেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারির জীবনকাহিনি অবলম্বনে তৈরি করছেন ‘গোলন্দাজ’, জানালেন পরিচালক ধ্রুব নিজেই। নেপথ্যে এসভিএফ। ধ্রুবর সেই কর্মযজ্ঞের কাণ্ডারী দেব।
[আরও পড়ুন: দেবের ‘গোলন্দাজ’ বাহিনিতে ইশা-অনির্বাণ, কাস্টিংয়ে রয়েছে আরও চমক! ]
‘ভারতীয় ফুটবলের জনক’-এর জীবনকাহিনি ফ্রেমে তুলে আনতে ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায় কিন্তু চরিত্রের সঙ্গে মানিয়ে বেশ ভালই কাস্টিং করেছেন। শ্রীকান্ত আচার্য অভিনয় করবেন দেবের বাবার ভূমিকায়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির স্ত্রী কমলিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। ব্যক্তিগতজীবনে কমলিনীই ছিলেন নগেন্দ্র প্রসাদের অন্যতম অনুপ্রেরক। অর্থাৎ টলিউডে আবারও একটা ফ্রেশ জুটি, দেব-ইশা। এর আগে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিতে ধ্রুবর পরিচালনায় কাজ করেছেন ইশা।
সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে। তাঁর হাত ধরেই দেশের ফুটবলের ইতিহাস এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের মেলবন্ধন দেখানো হবে পর্দায়। যার কারিগর ‘গোলন্দাজ’ পরিচালক ধ্রবজ্যোতি। কাহিনিকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দুলাল দে। প্রসঙ্গত, অনির্বাণ নিজেও ফুটবলের বড় ভক্ত।
[আরও পড়ুন: নিজের লেখা কলেজ প্রেমের গল্প নিয়ে অনিন্দ্যর নতুন ছবি, সঙ্গীতে সঙ্গত শান্তনু মৈত্রর ]
ইন্দ্রাশীসকে দেখা যাবে আরও এক দেশপ্রেমিকের ভূমিকায়। যার চরিত্রের নাম জিতেন্দ্র। অন্যদিকে দেবের শৈশবের বন্ধু বিনোদের ভূমিকায় দেখা যাবে জন ভট্টাচার্যকে। নেতিবাচক চরিত্র নবকুমারের চরিত্রে যাকে দেখা যাবে তাঁর নামও অনির্বাণ ভট্টাচার্য, যিনি এর আগে দেবালয় ভট্টাচার্যের ‘বিদায় ব্যোমকেশ’-এ অভিনয় করেছেন।
The post ‘সব খেলার সেরা ফুটবল’, আবেগ উসকে সাধারণতন্ত্র দিবসেই এল ‘গোলন্দাজ’-এর মোশন পোস্টার appeared first on Sangbad Pratidin.