নন্দিতা রায় ও সোমনাথ রায়, নয়াদিল্লি: শেষদিনও হট্টগোল। কার্যত নিষ্ফলাভাবে শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিনেশন। পূর্ব ঘোষণামতোই এক দেশ, এক ভোট সংক্রান্ত দুটি বিল পাঠানো হল যৌথ সংসদীয় কমিটিতে।
অমিত শাহর 'আম্বেদকর ফ্যাশন' মন্তব্যে এদিনও সকাল থেকে সরগরম ছিল রাজধানী। সকালেই দিল্লিতে বিক্ষোভ দেখানো শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সংসদ চত্বরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল, 'আই অ্যাম আম্বেদকর' লেখা ব্যানার। পালটা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও। সরগরম পরিস্থিতির মধ্যেই অধিবেশন শুরুর পরই তা মূলতুবি করে দিতে হয়।
চলতি অধিবেশনের শেষ কাজ হিসাবে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। চমকপ্রদভাবে এক দেশ-এক ভোটের যৌথ সংসদীয় কমিটির সদস্যসংখ্যাও বাড়িয়েছে সরকার। প্রথমে ঘোষণা করা হয়েছিল, ওই জেপিসিতে মোট ৩১ জন সদস্য থাকবেন। কিন্তু পরে ছোট রাজনৈতিক দলগুলিও ওই কমিটিতে প্রতিনিধিত্ব দাবি করে। ফলে জেপিসির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩৯। এর মধ্যে ২৭ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ। ওই যৌথ সংসদীয় কমিটিকে ৯০ দিনের মধ্যে এই বিল নিয়ে বিশদে আলোচনার করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে। সংসদের পরবর্তী অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে শীতকালীন অধিবেশনের শেষদিনে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ইতিমধ্যেই বিরোধী শিবিরের দুই সাংসদ স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন। রাহুলের বিরুদ্ধে এই নোটিসকে সেটারই পালটা হিসাবে ধরা হচ্ছে।