shono
Advertisement

নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার আগেই এক্সপ্রেস ট্রেনে চলল গুলি! মৃত্যু এক যাত্রীর

গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে।
Posted: 09:50 PM Apr 10, 2023Updated: 10:33 PM Apr 10, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ট্রেনের ভিতর আচমকা চলল গুলি। আর সেই গুলির আঘাতেই মৃত্যু হল এক যাত্রীর। সোমবার রাতে ভয়ংকর এই ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে। 

Advertisement

সূত্রের খবর, নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের (NJP Station) দিকে এগিয়ে যাচ্ছিল। তার আগে একটি জায়গায় হল্ট করে ট্রেনটি। আর তখনই বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। ছুটে গিয়ে ট্রেনে উঠে দেখা যায়, এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে, গুলির আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে।

[আরও পড়ুন: রিঙ্কু সিংয়ের সুপার ইনিংসের পর এ কেমন মন্তব্য রোহন গাভাসকরের? ক্ষুব্ধ নেটিজেনরা]

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। কে বা কারা গুলি চালাল, কোন উদ্দেশ্যেই বা গুলি চালানো হল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি নিজেই নিজের উপর গুলি চালান। আবার ব্যক্তিগত শত্রুতা থেকেও তাঁর উপর গুলি চলে থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সময় ওই কামরায় আরও যাত্রী ছিলেন কি না, তাঁরা কিছু দেখেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রেন যাত্রা যে এতখানি বিপজ্জনক হতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না অন্য যাত্রীরা।  

[আরও পড়ুন: কয়লা মাফিয়া রাজু ঝা খুনের হাড়হিম করা CCTV ফুটেজ ভাইরাল! ধরা পড়েছে ঘটনার ভয়াবহতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার