অর্ণব আইচ: জোড়াসাঁকোয় (Jorasanko) প্রৌঢ়া খুনের রহস্যভেদ করল পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত শেখ জাহাঙ্গিরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জেরায় অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
কিন্তু কেন এই খুন? পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পেশায় গাড়িচালক। মৃত জয়বান বিবির একটি পণ্যবাহী গাড়ি চালাত অভিযুক্ত। সেই নিয়েই কিছুদিন আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই ক্ষোভের জেরেই জয়বান বিবিকে খেঁতলে খুন করে জাহাঙ্গির। পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা জামা উদ্ধার হয়েছে। ঘটনার সূত্রপাত, রবিবার সকালে। মহাজাতি সদনের পাশে, পুলিশ কিয়স্কের পিছনে ঝুপড়ির ভিতর থেকে উদ্ধার হয় জয়বান বিবি নামে এক প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা পুলিশকে জানায়, রাত আড়াইটে থেকে ভোর সাড়ে তিনটের মধ্যে হয়েছে এই খুন। কোনও ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় এমনভাবে আঘাত করা হয় যে, তাঁর খুলির হাড় ভেঙে যায়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ মহিলার দ্বিতীয় স্বামীকে আটক করা হয়।
[আরও পড়ুন: নজরে ভোট, বাংলায় মাটি আরও শক্ত করতে জানুয়ারিতেই ফের রাজ্যে আসতে পারেন শাহ]
ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। সেই কারণেই পুলিশ অনুমান করছিল খুনি অস্ত্রটি সরিয়ে রেখেছে। তদন্তের স্বার্থে পুলিশ এলাকার তিনটি সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে। তাতেই ঝুপড়ি থেকে কিছুটা দূরে কয়েকজনকে দেখা যায়। যদিও তাদের মধ্যেই কেউ খুন করেছে, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত ছিল না। এই পরিস্থিতিতে হদিশ মেলে জাহাঙ্গিরের। তাঁকে জেরা করতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।