shono
Advertisement

‘অপু’কে বড়পর্দায় ফেরাতে গিয়ে বিপাকে মধুর, জমা পড়ল পিটিশন

মানিকবাবুর ফ্যানেদের রোষের মুখে পরিচালক। The post ‘অপু’কে বড়পর্দায় ফেরাতে গিয়ে বিপাকে মধুর, জমা পড়ল পিটিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Jan 20, 2019Updated: 03:47 PM Jan 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই অপুর জার্নি দেখানোর পরিকল্পনা করেছিলেন পরিচালক মধুর ভান্ডারকর। অবশ্য ছবিটি তিনি পরিচালনা করতেন না। প্রযোজনা করতেন। কিন্তু তাও মানিকবাবুর ফ্যানেদের রোষ থেকে বাঁচতে পারলেন না তিনি। তাঁর নামেই জমা পড়ল পিটিশন। পশ্চিমবঙ্গ সরকারকে একটি অনলাইন পিটিশনে এই বহুমূল্য সম্পদ রক্ষা করার আবেদন জানানো হয়েছে।

Advertisement

কিছুদিন আগে প্রকাশ্যে আসে এই খবর। জানা যায়, ‘অপুর সংসার’ ছবিতে যেখানে শেষ করেছিলেন সত্যজিৎ রায়, সেখান থেকে নতুন ছবিটি শুরু হবে। অপু-দুর্গার ছেলেবেলার গল্প দিয়ে ‘পথের পাঁচালি’ এঁকেছিলেন সত্যজিৎ রায়। কিশোর অপু তাঁর ‘অপরাজিত’ ছবিতে ধরা দিয়েছে। বাবা হরিহরের মৃত্যুর পর অপুর লড়াই, বড় হয়ে ওঠার তাগিদ নিয়ে ফ্রেমের পর ফ্রেম সাজিয়েছিলেন পরিচালক। ‘অপুর সংসার’ ছবিতে ধরা পড়েছিল যৌবনের অপূর্ব আর তাঁর স্ত্রী অপর্ণার কথা। ছেলে কাজলও ছিল ছবির কিয়দাংশে। কিন্তু তারপর পর্দা থেকে হারিয়ে যায় নিশ্চিন্দিপুর অপূর্ব রায়। কাজলকে কাঁধে নিয়ে সেই যে যাত্রা শুরু করে অপু, তা আর শেষ হয়নি। কিন্তু বিভূতিভূষণের অপু ফিরে এসেছিল নিশ্চিন্দিপুরে। তার পৌত্রিক ভিটেয়। কাজলও এসেছিল তার সঙ্গে। সেই গল্প এবার সেলুলয়েডে আনবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবির নাম ‘অভিযাত্রিক’।

বয়ফ্রেন্ডের সঙ্গে উদ্দাম যৌনতায় মত্ত পুনম, ফাঁস অভিনেত্রীর সেক্সটেপ ]

অনলাইন পিটিশন জমা পড়েছে এর বিরুদ্ধেই। সেখানে লেখা হয়েছে, ‘অপু ট্রিলজি’ সর্বকালের অন্যতম সেরা ছবি। সবদিক থেকে এটি পারফেক্ট। মধুর ভান্ডারকর অপুকে নিয়ে আরও একটি ছবি করতে চাইছেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাঁদের অনুরোধ, এই মহামূল্য ছবিটিকে ধ্বংসের হাত থেকে বাঁচানো হোক।

মধুর ভান্ডারকর অবশ্য নিজের সপক্ষে যুক্তি দিয়েছেন। বলেছেন, ‘অপু ট্রিলজি’-র কোনও ছবি তাঁরা রিমেক করছেন না। সত্যজিৎ রায় যা বানিয়েছিলেন তাতে হাতও পড়বে না। ভান্ডারকর এন্টারটেনমেন্ট যা প্রযোজনা করতে চলেছে, তার নাম ‘অভিযাত্রিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটি তৈরি করা হচ্ছে। তিনি নিজে সত্যজিৎ রায়ের বড় অনুরাগী। তিনি ভারতীয় সিনেমা ও বিশ্বের দর্শককে অন্য দিশা দেখিয়েছেন। তাঁর ছবি নিয়ে কাটাছেঁড়া তিনি করছেন না। নতুন গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন।

সেন্সর বোর্ডের কোপে ‘ঠাকরে’, অবস্থানে অনড় নির্মাতারা ]

The post ‘অপু’কে বড়পর্দায় ফেরাতে গিয়ে বিপাকে মধুর, জমা পড়ল পিটিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement