shono
Advertisement

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: দিনের মতো নবজোয়ার কর্মসূচি বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য ২ মিনিট নীরবতা পালন করেন তিনি।
Posted: 03:46 PM Jun 03, 2023Updated: 04:09 PM Jun 03, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনার (Train Accident) সাক্ষী ওড়িশার (Orissa) বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬১ জন। আহতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে শুক্রবার রাতেই কার্যত ছুটে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। আর সকাল হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বালেশ্বরে হাজির হন। দীর্ঘক্ষণ দুর্ঘটনাস্থলে থেকে তিনি খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। বাংলার যাত্রীদের সুরক্ষা নিয়ে চিন্তিত তৃণমূল। তাঁদের ভালভাবে উদ্ধার করে রাজ্যে ফেরানোই এখন প্রধান লক্ষ্য। এসবের জেরে শনিবারের মতো নিজের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ স্থগিত রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে হাওড়ায় ঢুকে প্রথম পদযাত্রাটি করেন তিনি। 

Advertisement

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি  নিয়ে দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার তিনি প্রবেশ করেছেন হাওড়া জেলায়। এখানে বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথা। তবে শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হওয়া এবং রাজ্যের যাত্রীদের সুরক্ষায় কথা ভেবে কর্মসূচি আজকের দিনের মতো স্থগিত রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

[আরও পড়ুন: ‘ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না, তাই ভয়াবহ দুর্ঘটনা’, বিস্ফোরক মমতা]

দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়ার (Howrah) বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে কালীবাড়িতে পুজোও দেন। ২ মিনিট নীরবতা পালন করেন ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য।  এরপর তাঁর শ্যামপুরে বড় জনসভা হওয়ার কথা ছিল, রাতে অধিবেশন কর্মসূচিও ছিল। কিন্তু পরবর্তী কর্মসূচিগুলি বাতিল করেন। রবিবার ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে তাঁর। তবে এই সূচিতে পরিবর্তন হতে হবে।

[আরও পড়ুন: দেশের প্রথম 5G অ্যাম্বুল্যান্স কলকাতায়, হাসপাতালে পৌঁছনোর আগেই শুরু চিকিৎসা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement