shono
Advertisement
Taiwan Open Athletics

অ্যাথলেটিক্সে দাপট অব্যাহত, এবার তাইওয়ান ওপেনেও হাফডজন স্বর্ণপদক ভারতের

দেশের মুখ উজ্জ্বল করলেন কোন অ্যাথলিটরা?
Published By: Prasenjit DuttaPosted: 11:38 AM Jun 08, 2025Updated: 11:38 AM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ান ওপেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে ছ'টি স্বর্ণপদক। শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন জ্যোতি ইয়ারাজি আরও একবার উজ্জ্বল। তিনি ১০০ মিটার হার্ডলসে ফের একবার দেশকে সোনা এনে দিলেন। তাইপেই মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ১২.৯৯ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন জ্যোতি। এক্ষেত্রে জাপানি তারকা আসুকা তেরাদা (১৩.০৪ সেকেন্ড) এবং চিসাতো কিয়োয়ামা (১৩.১০ সেকেন্ড)-কে রুপো ও ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। উল্লেখ্য, ২৫ বছর বয়সি জ্যোতি ২৯ মে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। তাঁর নামে রয়েছে জাতীয় রেকর্ডও (১২.৭৮ সেকেন্ড)।

Advertisement

আর-এক জাতীয় রেকর্ডের অধিকারী ২৩ বছর বয়সি তেজস শিরসেও ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছেন। পুরুষদের ১১০ মিটার হার্ডলসে তাঁর এই কৃতিত্ব। ১৩.৫২ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেন। তাইওয়ান অ্যাথলিট সিহ ইউয়ান-কাই (১৩.৭২ সেকেন্ড) এবং কুয়েই-রু চেন (১৩.৭৫ সেকেন্ড) জিতেছেন রুপো ও ব্রোঞ্জ। অন্যদিকে, ৪x১০০ মিটার পুরুষদের রিলেতে গুরিন্দরবীর সিং, অনিমেষ কুজুর, মণিকান্ত হোবলিধর এবং অম্লান বরগোঁহাইয়ের জুটিও সোনা জয় করেছে। ৩৮.৭৫ সেকেন্ডে রেস সমাপ্ত করে তাঁদের এই সাফল্য।

তাছাড়াও মহিলাদের ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় সুদীক্ষা ভাদলুরি, স্নেহা সত্যনারায়ণ শানুভাল্লি, অবিনায়া রাজারাজন এবং নিত্য গান্ধের দলের। ৪৪.০৭ সেকেন্ডে তাঁরা দৌড় শেষ করেন। দেশকে পদক এনে দিয়েছেন আবদুল্লাহ আবুবকর এবং পূজা। পুরুষদের ট্রিপল জাম্প এবং মহিলাদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন তাঁরা।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই জাম্পিং ইভেন্টে আবুবকর লাফিয়েছেন ১৬.২১ মিটার। যা তাঁর ব্যক্তিগত সেরা। এক্ষেত্রে তিনি নিজেই নিজের ১৭.১৯ মিটারের রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ী পূজা এদিন ৪ মিনিট ১১.৬৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেছেন। যদিও এটা তাঁর ব্যক্তিগত সেরা রেকর্ড নয়। পূজার ব্যক্তিগত রেকর্ড রয়েছে ৪ মিনিট ৯.৫২ সেকেন্ডে, যা তিনি ২০২৩ সালে অর্জন করেছিলেন। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা তাঁদের দাপট অব্যাহত রেখেছেন তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতাতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাইওয়ান ওপেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে ছ'টি স্বর্ণপদক।
  • পদক এসেছে ১০০ মিটার হার্ডলস, ৪x১০০ মিটার রিলে, পুরুষদের ট্রিপল জাম্প এবং মহিলাদের ১৫০০ মিটারে।
  • জাম্পিং ইভেন্টেও ভারতের সাফল্য অব্যাহত।
Advertisement