সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ধনধান্য অডিটরিয়ামে এডুকেশন বোর্ড অফ ভোকেশনাল ট্রেনিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদশ্রী দীপা মালিক। তাছাড়াও উপস্থিত ছিলেন বাংলার প্যারা সুইমার রিমো সাহা এবং প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক গেমসে পদকজয়ী দীপা মালিক বলেন, "শিক্ষায় খেলাধুলার অন্তর্ভুক্তি জরুরি। ছোটবেলা থেকেই আমাদের মতো প্যারা অ্যাথলিটদের পিছিয়ে রাখা হয়। সেটা যাতে না হয় এবং কীভাবে তারা নিজেদের এগিয়ে রেখে ভাবতে পারবে, সে ব্যাপারে এমন অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।"
২০১৬ সালে শটপুটে রুপো জয়ী দীপা আরও বলেন, "দেশের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য প্যারা অ্যাথলিটদের প্রাধ্যান্য দিতে হবে। পাশাপাশি স্পেশাল এডুকেশন তথা ইনক্লুশনের উপরেও স্কুলগুলিকে বিশেষ নজর দিতে হবে।"
অনুষ্ঠান মঞ্চ থেকে দীপা মালিকের আরও সংযোজন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি, চলতি বছরের সেপ্টেম্বরে আমাদের দেশেই বসতে চলেছে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের আসর। এটা দেশের সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়।"
জানা গিয়েছে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বিশাল কর্মকাণ্ড। এই প্রতিযোগিতায় বিশ্বের ১০০টি দেশের মোট ১,০০০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। টুর্নামেন্টটি ২০২৮ লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিকের বাছাই পর্বও। সুতরাং অ্যাথলিটদের কাছে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে।
প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা বলেন, "খেলাধুলোই পারে একজন মানুষের চরিত্র ও শৃঙ্খলা গঠন করতে। কাজেই পড়াশোনার পাশাপাশি খুলোধুলার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।"
