সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরে অলিম্পিকে ইতিহাস গড়েছে ভারত। পরপর দুবার অলিম্পিক থেকে পদক এনে দিয়েছেন তিনি। সেই নীরজ চোপড়ার জীবনকাহিনি কোনও সিনেমার চেয়ে কম যায় না। তাই তারকা জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে বায়োপিক হওয়ার সম্ভাবনাও প্রবল। কিন্তু বায়োপিকে সোনার ছেলের ভূমিকায় অভিনয় করবেন কে? একটি সাক্ষাৎকারে নিজের পছন্দ ফাঁস করলেন নীরজ(Neeraj Chopra)। সেই সঙ্গে জানালেন, তাঁর বায়োপিকে অভিনয় করতে গেলে বিশেষ একটি শর্ত মানতে হবে অভিনেতাকে।
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ২০২০ টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে সোনা জেতেন নীরজ। তার পর থেকেই বারবার নীরজের বায়োপিক বানানোর সম্ভাবনা দেখা গিয়েছে। উল্লেখ্য, ক্রীড়াবিদদের নিয়ে বলিউডে একাধিক বায়োপিক হয়েছে। মহেন্দ্র সিং ধোনি থেকে সাইনা নেহওয়াল-একাধিক তারকার বায়োপিক দেখেছেন দেশবাসী। তাই নীরজের জীবন বড় পর্দায় এলে সেই সিনেমা তুমুল জনপ্রিয় হবে, সেকথা বলাই বাহুল্য।
নিজের বায়োপিক নিয়ে অবশ্য বেশ কিছু শর্ত রয়েছে নীরজের। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার মনে হয় একজন অ্যাথলিটের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরেই তাঁর বায়োপিক তৈরি করা উচিত। দেশের জন্য যতখানি অবদান রাখা যায়, জ্যাভলিন থ্রোকে আরও জনপ্রিয় করে তোলা যায়, তার পরে বায়োপিক হোক। আমি চাই জ্যাভলিন থ্রো আরও জনপ্রিয় হয়ে উঠুক গোটা দেশ।"
বায়োপিকের জন্য পছন্দের অভিনেতাও বেছে নিয়েছেন নীরজ। ওই সাক্ষাৎকারেই সোনার ছেলে বলেন, "আমার বায়োপিকে অভিনয়ের জন্য একমাত্র রণদীপ হুডার কথাই মনে হয়। উনি খুব ভালো অভিনেতা। হরিয়ানার মানুষ। আমার ভূমিকায় যিনিই অভিনয় করুন না কেন তাঁকে আমার ভাষাটা সাবলীলভাবে বলতে হবে।" তিনি নিজেও তো বায়োপিকে অভিনয় করতে পারেন? নীরজের জবাব, "আমি বিজ্ঞাপনটুকু করে ফেলতে পারি। কিন্তু বিষয়টা খুব কঠিন, কারণ আমি আগে কখনও অভিনয় করিনি।" তবে সোনার ছেলে সাফ জানিয়ে দেন, অভিনয়টা তাঁর দ্বারা সম্ভব নয়।