সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা কড়া হাতে বানচাল করে চলেছে ভারতীয় সেনা। জল-স্থল-বায়ু- তিন ক্ষেত্রেই ভারতীয় শক্তির আগে রীতিমতো ক্ষতবিক্ষত পড়শি দেশ। আর এই যুদ্ধ পরিস্থিতিতে জওয়ানরা যেভাবে দেশবাসীকে রক্ষা করতে আত্মত্যাগ করেছেন, তাঁদের সেই সাহসিকতাকে কুর্নিশ জানালেন নীরজ চোপড়া। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সেনার প্রত্যাঘাতে গর্বিত শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগরাও।
পহেলগাঁও হামলার পালটা হিসেবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে নিকেশ হয় অন্তত ১০০ জঙ্গি। এরপরই যুদ্ধের জিগির ওঠে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট-একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালায় পাকিস্তান। তবে এখনও পর্যন্ত পাক সেনার সমস্ত চেষ্টাই ব্যর্থ। সফলভাবে মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে। শুধু তাই নয়, পাক বায়ুসেনার এফ ১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান। জঙ্গিদমনে ভারতীয় সেনার এই অদম্য লড়াইকেই ধন্যবাদ জানালেন খেলার দুনিয়ার তারকারা।
এদিন ভারত-পাক সংঘাতের মাঝেই গভীর রাতে এক্স হ্যান্ডেলে ভারতের সোনার ছেলে লেখেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সাহসী সেনাদের জন্য আমরা গর্বিত। চলুন এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে আমরাও নিজেদের দায়িত্ব পালন করি।' ভারতীয় সেনাদের সামনে ভয়ে কাঁপছে পাকিস্তান। বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, 'পাকিস্তানের কাছে শান্ত থাকার সুযোগ ছিল। কিন্তু ওরাই যুদ্ধ ডেকে এনেছে। জঙ্গিদের রক্ষা করতে চাইছিল। আমাদের সেনাও যোগ্য জবাব দিচ্ছে। যা পাকিস্তান কখনও ভুলবে না।'
একইভাবে জম্মুতে লাগাতার পাক ড্রোন আক্রমণ যেভাবে ভারত রুখে দিয়েছে, তাতে সেনাদের স্যালুট জানিয়েছেন শিখর ধাওয়ান। পিভি সিন্ধুও সেনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সর্বোপরি, প্রত্যেক তারকাই এই যুদ্ধ পরিস্থিতিতে দিয়েছেন ঐক্যের বার্তা।
