shono
Advertisement

পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও গুরুত্ব পাচ্ছে ডানকুনি, তৈরি হচ্ছে বিশেষ করিডোর

আয় বাড়াতে উদ্যোগ৷ The post পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও গুরুত্ব পাচ্ছে ডানকুনি, তৈরি হচ্ছে বিশেষ করিডোর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Aug 26, 2018Updated: 05:02 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রেলের পণ্য পরিবহণের মানচিত্রে আরও কদর বাড়ছে ডানকুনি স্টেশনের৷ দেশের ১০০ রেল স্টেশনকে বিশেষ ভাবে সাজিয়ে তুলতে ইতিমধ্যেই ৮১ হাজার কোটি টাকা খরচে নয়া প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় রেল৷ ২০২০-২১ সালের মধ্যে দু’টি ধাপে পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে পণ্য পরিবহণে বিশেষ করিডোর নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে চলেছে পীযূষ গোয়েলের মন্ত্রক৷

Advertisement

[কাশ্মীরে বড় সাফল্য সেনার, গ্রেপ্তার সদ্য জঙ্গি সংগঠনে নাম লেখানো চার যুবক]

সংবাদসংস্থা আইএএনএসের তরফে জানানো হয়েছে, দেশের ১০০টি স্টেশনকে ঢেলা সাজানোর পাশাপাশি টার্মিনাল নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ একই সঙ্গে পূর্ব ও পশ্চিমের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করে শুধুমাত্র পণ্য পরিবহণের জন্য পৃথক ৩ হাজার ৩৬০ কিলোমিটার দীর্ঘ রেল পথ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ নয়া এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মালগাড়ি যাতায়াতের জন্য ২০২০-২১ সালের মধ্যে বেশ কিছু টার্মিনাল, ১৫টি প্রাইভেট সাইডিং ও ১০টি পণ্য রাখার শেড নির্মাণ করা হবে৷ এর ফলে, ৩০০ মিলিয়ন টন পণ্য পূর্ব-পশ্চিমের মধ্যে আদানপ্রদান করা সম্ভব হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷ পূর্ব-পশ্চিমের নয় রাজ্যের বুকে পাতা হবে পণ্য পরিবহণের জন্য বিশেষ এই রেল পথ৷ দেশের ৬০টি জেলার ৪৮টি স্টেশনে পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা রাখা হচ্ছে বলেও রেল সূত্রে খবর৷

[উত্তরপ্রদেশের এই অখ্যাত গ্রামের ভোটার তালিকায় সানি লিওন, জানেনই না অভিনেত্রী!]

পৃথক দু’টি রুটে হবে পণ্য পরিবহণের কাজ৷ প্রথমে নেভি মুম্বই থেকে উত্তর প্রদেশের দাদরি পর্যন্ত ১ হাজার ৫০৪ কিলোমিটার রেল পথ নির্মাণ করা হবে৷ পূর্বে পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহার-ঝাড়খণ্ড ছুঁয়ে ডানকুনি পর্যন্ত ১ হাজার ৮৫৬ কিলোমিটার মালগাড়ি যাতাযাতের করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ রেল পথে পণ্য পরিবহণে গুরুত্ব বাড়াতে ইতিমধ্যেই একাধিক বেসরকারি পরিবহণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে রেল মন্ত্রক৷ রেল কর্তৃপক্ষের এই প্রস্তাবে সাড়া দিয়েছে দেশের একাধিক বহুজাতিক সংস্থা৷ মূলত, দেশের অভ্যন্তরে পণ্য পরিবহণের খবর কমাতে ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে রেল এই পদক্ষেপ৷ তবে, শুধু যোগাযোগ বৃদ্ধিই নয়, পণ্য পরিবহণে আয়ের মাত্রা কয়েক গুণ বাড়াতে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ নয়া এই প্রকল্প রূপায়নের সৌজন্যে সংশ্লিষ্ট স্টেশনগুলিকে ঢেলা সাজানোরও পরিকল্পনা গৃহীত হয়েছে৷

The post পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও গুরুত্ব পাচ্ছে ডানকুনি, তৈরি হচ্ছে বিশেষ করিডোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement