shono
Advertisement

চায়ের দোকানে OMR শিট মুড়িয়ে বিক্রি হচ্ছে কেক! তীব্র চাঞ্চল্য বোলপুরে

কীভাবে বাইরে এল ওএমআর শিট?
Posted: 07:48 PM Mar 13, 2023Updated: 07:48 PM Mar 13, 2023

নন্দন দত্ত, বীরভূম: নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিটে কারচুপির অভিযোগে উত্তাল বাংলা। এসবের মাঝেই দেখা গেল, চায়ের দোকানে রাখা কেক মোড়ানো ওএমআর শিটেই। বিষয়টা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরে (Bolpur)।

Advertisement

বিষয়টা ঠিক কী? সোমবার সকালে বোলপুরের শান্তিনিকেতনের একটি চায়ের দোকানে যান কয়েকজন যুবক। কেক কিনতেই চক্ষু ছানাবড়া। দেখা যায়, কেক মোড়ানো ওএমআর শিটে। কোনওটিতে দেখা যাচ্ছে, রোল নম্বর। কোথাও আবার পরীক্ষার্থীর নামও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওএমআর শিটের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস কীভাবে বাইরে এল? সেই প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি ওই দোকানদার ওই কেক কোথায় পেলেন, তা নিয়েও কানাঘুষো শুরু হয়।

[আরও পড়ুন: আদালতের নির্দেশে স্কুলের চাকরি হারানোর পর যুবকের রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার দেহ

তবে দোকান মালিক এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। যদিও শোনা গিয়েছে, ব্যান্ডেলের একটি দোকান থেকে ওই কেক আনেন বীরভূমের ওই চায়ের দোকানের মালিক। তবে সবক্ষেত্রেই প্রশ্ন একটাই, ওএমআর শিট কীভাবে বের হল বাইরে। পাশাপাশি এতেই যেন আরও স্পষ্ট হল দুর্নীতি। যদিও ওএমআর শিটগুলি কোন পরীক্ষার তা এখনও স্পষ্ট নয়। বিষয়টা জানার চেষ্টা চলছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

[আরও পড়ুন: OMR শিটে ১, সার্ভারে ৫৭! দেদার কারচুপি SSC’র গ্রুপ সি’র নম্বরে, প্রকাশ্যে তালিকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement