সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা আগেই ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। পিছিয়ে গেল ‘পদ্মাবতী’র মুক্তি। রবিবার ছবির ডিসট্রিবিউশন সংস্থার মুখপাত্র জানিয়ে দিলেন, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত এই ছবি।
ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, রাজ পরিবারকে অসম্মান করা হয়েছে, এই স্লোগান তুলে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছে হিন্দু সংগঠনগুলি। শুটিং সেট ভাঙচুর থেকে, পোস্টার পোড়ানো, ছবি মুক্তির প্রতিবাদে রক্তে লেখা সই জোগাড় থেকে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি, কিছুই বাদ পড়েনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় চিতোর দুর্গ। দফায় দফায় বিদ্রোহ চালাচ্ছে কর্ণি সেনা, সর্ব ব্রাহ্মণ মহাসভার মতো সংগঠনগুলি। সেই আগুনে আবার ঘি ঢালেন সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশী। ছবিতে যে ইতিহাসকে কোনওরকমভাবে বিকৃত করা হয়নি তা প্রমাণ করতে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন বনশালি ও ছবির নির্মাতারা। কিন্তু সার্টিফিকেশন পাওয়ার আগে ছবি দেখানো নিয়ে প্রশ্ন তুলে দেন প্রসূন। তাঁর মতে সার্টিফিকেশন ‘অসম্পূর্ণ’। সেই অবস্থায় ছবি দেখিয়ে সিবিএফসি-র নিয়মভঙ্গ করছেন নির্মাতারা। এদিকে রবিবার বনশালি ও দীপিকার মুণ্ডচ্ছেদের জন্য দশ কোটি টাকা ইনাম ঘোষণা করলেন হরিয়ানার মুখ্য মিডিয়া কো-অর্ডিনেটর সুরজ পাল আমু। তাঁর এমন মন্তব্যে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।
[‘পদ্মাবতী’র বিক্ষোভে এবার আগুনে ঘি ঢাললেন প্রসূন]
সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে শেষমেশ ছবি পিছনোর সিদ্ধান্ত নিলেন ছবির নির্মাতারা। তাহলে কবে মুক্তি পাবে দীপিকা-শাহিদ-রণবীর অভিনীত ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি? ভায়াকম ১৮ মোশন পিকচার্সের তরফে বলা হয়েছে, ছবি সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন পেলে শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
এর আগে রাজস্থানের মু্খ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্মৃতি ইরানিকে ছবির মুক্তি রুখে দিতে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলেন। তাঁর মতে, প্রয়োজনীয় দৃশ্য কাটছাঁট করার পরই মুক্তির অনুমতি দেওয়া উচিত। তবে পদ্মাবতীর পাশে দাঁড়িয়েছে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। সলমন খান থেকে ফারহান আখতার, সকলেই এই বিক্ষোভের নিন্দা করেছেন। অভিনেত্রী শাবানা আজমি ‘পদ্মাবতী’র সমর্থনে গোয়ায় আন্তর্জাতিক চলচিত্র উৎসব বয়টকেরও ডাক দিয়েছিলেন। কিন্তু এখন অনেকেই মনে করছেন, ছবির মুক্তি পিছনোয় কোথাও যেন বিক্ষোভকারীদেরই বল প্রতিষ্ঠিত হল।
[‘পদ্মাবতী’ নিয়ে ক্ষোভ, পর্যটকদের জন্য বন্ধ হল চিতোর দুর্গের দরজা]
The post লাগাতার বিক্ষোভের জের, পিছল ‘পদ্মাবতী’র মুক্তির দিন appeared first on Sangbad Pratidin.