shono
Advertisement

রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার

কী বলেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার? The post রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 AM Nov 22, 2017Updated: 11:56 AM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী‘র মুক্তি আটকাতে আদাজল খেয়ে আসরে নেমেছে স্বঘোষিত হিন্দু সংগঠন কর্ণি সেনা৷ আর এবার তাঁদের রোষের মুখে পড়লেন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার৷ তাঁর বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগ তুলল রাজপুত সংগঠনটি৷ এমনকী গীতিকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷

Advertisement

দেশ জুড়ে ‘পদ্মাবতী‘ মুক্তির প্রতিবাদে শামিল একাধিক হিন্দু সংগঠন৷ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বনশালির ছবির মুক্তি রুখতে তৎপর রাজস্থান, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির প্রশাসনও৷ যদিও বলিউডের অধিকাংশ তারকাই ছবি ও ছবির তারকাদের পাশে দাঁড়িয়েছেন৷ দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি, ছবির পোস্টার পোড়ানো, এসবের বিরুদ্ধে সরব হন জাভেদ আখতারও৷ লখনউয়ে এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ‘পদ্মাবতী’র সমর্থনে সুর চড়ান তিনি৷ তাঁর প্রশ্ন, রাজপুত শাসকরা কেন ২০০ বছর ধরে ইংরেজদের কাছে মাথা নত করেছিলেন? কেন কখনও তাদের বিরুদ্ধে লড়াই করেননি তাঁরা? লেখকের এই মন্তব্যেই ক্ষুব্ধ কর্ণি সেনা৷ তাঁদের অভিযোগ, এমন কথা বলে রাজপুতদের ইতিহাসকে অসম্মান করেছেন তিনি৷

[নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’ মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ]

এরপরই রাজপুত সম্প্রদায়কে অপমানজনক মন্তব্যের অভিযোগ তুলে জাভেদ আখতারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কর্ণি সেনার সদস্যরা৷ এই মামলায় তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও জরিমানার দাবিও জানিয়েছেন তাঁরা৷ যে মহীপাল সিং মরকানা ‘পদ্মাবতী’ ওরফে নায়িকা দীপিকার নাট কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনিই এবার জানিয়ে দিলেন, রাজস্থানে আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না জাভেদ আখতারকে৷

শুধু জাভেদ আখতারই নন, এর আগে ‘পদ্মাবতী’র সমর্থনে একই সুর শোনা গিয়েছিল তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শাবানা আজমি এবং ছেলে ফারহান আখতারের গলাতেও৷ ভারতীয় সংস্কৃতিকে ক্ষুণ্ন করা হচ্ছে বলে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন শাবানা৷ ছেলে ফারহান বলেছিলেন, বলিউডে ঐক্যের অভাব রয়েছে৷ সেই কারণেই বাইরের জগৎ এভাবে থাবা বসানোর সুযোগ পেয়ে যায়৷

[IFFI-র মঞ্চে রাজকুমারের রসিকতা, অভিনেতাকে ‘সহিষ্ণুতা’র পাঠ স্মৃতির]

The post রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement