সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক জেলে বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব ও বলিউড অভিনেতা সলমন খানকে নিয়ে অত্যন্ত কুরুচিকর একটি টুইট করলেন আসিফ গফুর৷ দু’জনকেই একযোগে ট্রোল করেন পাক সেনার মুখপাত্র৷ আর গফুরের এই টুইটকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন নেটিজেনরা৷
[‘আমি বড় একা’, ক্রিসমাসে বিষণ্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প]
সম্প্রতি, নিজের টুইটে একটি ছবি পোস্ট করেন পাক সেনা প্রধান৷ যার এক পাশে রয়েছে পাক জেলে বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ছবি এবং এর উপরে লেখা রয়েছে ‘র এজেন্ট ইন রিয়েল’৷ আর অন্য পাশে রয়েছে বলি অভিনেতা সলমন খানের ছবি এবং তার উপরে লেখা রয়েছে ‘র এজেন্ট ইন বলিউড’৷ টুইটটি ‘কপিড’ বলে শেয়ার করেন আসিফ গফুর এবং মুহূর্তের মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা৷ পাক সেনা মুখপাত্রের বিরুদ্ধে আক্রমণ ও নিন্দার ভরে ওঠে সোশ্যাল মিডিয়া৷ পাক সেনা মুখপাত্রের এই বিতর্কিত টুইটের জবাবে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে পাক সেনাকে খোঁচা দেন নেটিজেনরা৷ আবার গফুরকে সরাসরি আইএসআই এজেন্ট বলেও আক্রমণ করেন অনেকে৷
[সনাতন ধর্মের জয়জয়কার, মন্দিরে পরিণত হচ্ছে গির্জা ]
প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছরের এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাক সামরিক আদালত। ইসলামাবাদের অভিযোগ ছিল, ইরান থেকে গোপনে পাকিস্তানে ঢুকেছিলেন কুলভূষণ এবং ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট হিসাবে কাজ করছিলেন কুলভূষণ৷ নয়াদিল্লি অবশ্য ইসলামাবাদের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দিল্লি জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর নিজের ব্যবসার প্রয়োজনে ইরানে গিয়েছিলেন কুলভূষণ৷ তাঁকে অপহরণ করা হয়। কুলভূষণের শাস্তি মকুব করে, তাঁকে রেহাই দেওয়ার জন্য বারবার পাকিস্তানের কাছে অনুরোধ করে ভারত। কিন্তু তাতে কর্ণপাত করেনি ইসলামাবাদ। অবশেষে, ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এবং পাক আদালতের মৃত্যুদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত৷ ২০১৯-এর ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি আবারও আন্তর্জাতিক আদালতে হবে এই মামলার শুনানি। পাশাপাশি, বলি অভিনেতা সলমন খান ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করেন৷
The post কুলভূষণ-সলমন ‘র’ এজেন্ট! নেটিজেনদের রোষে পাক সেনার মুখপাত্র appeared first on Sangbad Pratidin.