shono
Advertisement

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির আবেদন, আদালতে খারিজ মামলা

অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এভাবে রক্ষা করেছিল আদালত।
Posted: 07:07 PM May 03, 2023Updated: 07:07 PM May 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে তৈরি হোক শপিং মল। আদালতে এমনই আরজি জানিয়েছিলেন বাড়িটির বর্তমান মালিক। তবে আদালত এই মামলা খারিজ করেছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনওভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।’ এর আগে অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এভাবে রক্ষা করেছিল আদালত।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করছেন সানি দেওলপুত্র করণ, জানেন পাত্রী কে?]

এর আগে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খারিজ করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়োরে দুয়োরে ঘুরে এই বাড়ি দু’টির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। শোনা গিয়েছে, কাদার নাকি কাপুর হাভেলির জন্য ২০০ কোটি টাকা দাম হেঁকেছিলেন।  কিন্তু তার বদলে পাক সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২ কোটি টাকার সামান্য কিছু বেশি মূল্যে বাড়িটি কেনার করার অনুরোধ জানানো হয়েছে। শেষ অবধি ওই দামেই বাড়ি  কিনে নেয় সরকার।

[আরও পড়ুন: মুম্বইয়ে মণিরত্নমের সঙ্গে দেখা প্রসেনজিতের, নতুন সিনেমা? আশায় ভক্তরা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement