shono
Advertisement

জলে ভাসতে ভাসতেই খবর সম্প্রচার, পাক সাংবাদিকের কাজে হাসির রোল নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷ The post জলে ভাসতে ভাসতেই খবর সম্প্রচার, পাক সাংবাদিকের কাজে হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM Jul 04, 2018Updated: 06:48 PM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পাক সংবাদিক ‘চাঁদ নবাব’কে মনে পড়ে? সলমন খানকে জঙ্গি ভেবে প্রথমে যে তাঁর পিছন পিছন ধাওয়া করেছিল৷ তারপরে সম্পূর্ণ ঘটনা শুনে সলমনকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল এই সাংবাদিকই৷ তবে বারবারই আলোচনার মূলে উঠে এসেছে সাংবাদিক চাঁদ নবাবের সাংবাদিকতার পদ্ধতি৷ কথনও সাইকেলে চড়ে সলমনের পিছনে ধাওয়া করতে দেখা গিয়েছে তাঁকে৷ কখনও বা খবর করতে গিয়ে বারংবার করে গিয়েছেন হাস্যকর ভুল৷ হিরো কেন্দ্রিক সিনেমায় একটি অনন্য চরিত্র হয়ে উঠেছিলেন চাঁদ নবাব৷ তবে কেবল রিল লাইফে নয়, রিয়েল লাইফে সত্যিই এমন একজন সাংবাদিক রয়েছেন পাকিস্তানে৷ এখন জানা যাচ্ছে, তিনি একা নন, আরও একজন সাংবাদিক আছেন, যিনিও কাজেকর্মে চাঁদ নবাবের থেকে কম কিছু নন৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি৷

Advertisement

[ফের চমক, গলফ খেলতে গিয়ে বিয়ের আসরে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট]

বর্ষার মরশুমে বৃষ্টিতে ভেসে গিয়েছে লাহোরের একাধিক অংশ৷ শহরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ আর এই দুর্যোগের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন রিয়েল লাইফের এই চাঁদ নবাব৷ যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে এক পাক সাংবাদিককে দেখা যাচ্ছে বন্যার খবর সম্প্রচার করতে৷ তবে পায়ে হেঁটে বা নৌকায় চড়ে নয়, নদী বা সমুদ্র বা সুইমিং পুলে স্নানের জন্য যে ফ্লোটিং টিউব ব্যবহার করা হয় তাতে চড়েই খবর সংগ্রহ করছেন ওই পাক টেলিভিশন সাংবাদিক৷ এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে৷ শুরু হয়েছে মশকরা৷

[মার্কিন মুলুকে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ড্রাগ ‘ট্রাম্প পিল’, উদ্ধার করল পুলিশ]

কেবল তাই নয় প্রকাশিত ভিডিও-তে ওই সাংবাদিককে বলতে শোনা যাচ্ছে, তিনি যেহেতু ফ্লোটিং টিউবে চড়ে চড়ে খবর করছেন, ফলে এর থেকেই বোঝা যায় শহরের বন্যা পরিস্থিতি কতটা প্রবল৷ এমনকী তাঁকে এও বলতে শোনা যায় যে, এই পরিস্থিতি উপভোগ করছেন তিনি৷

The post জলে ভাসতে ভাসতেই খবর সম্প্রচার, পাক সাংবাদিকের কাজে হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement