shono
Advertisement

‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’

"উরিতে হামলার কী জবাব দিয়েছিল ভারত, যেন ভুলে না যায় পাকিস্তান৷" The post ‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:38 AM May 15, 2017Updated: 05:18 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তান বিলক্ষণ জানে, যে ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না৷” সম্প্রতি এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর৷ তাই সরাসরি যুদ্ধে না জড়িয়ে চোরাগোপ্তা হামলা চালায় ইসলামাবাদ, বলেও মন্তব্য করেন জাওড়েকর৷

Advertisement

তিনি বলেন, “এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে পাকিস্তানের নিজেদের ক্ষমতা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে৷ তারা জানে যে ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে জড়িয়ে পড়লে হারতে হবে৷ আর তাই সীমান্তে প্রহরারত জওয়ানদের উপর নৃশংসভাবে হামলা চালায় পাকিস্তান৷ এটাই ওদের রণকৌশল৷” আন্তর্জাতিক মহলেও পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

[পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের]

সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় টহলরত জওয়ানদের বিরুদ্ধে তীব্র মর্টার ও গোলাগুলি বর্ষণ করে পাক রেঞ্জার্স৷ সেই প্রসঙ্গেই এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন জাওড়েকর৷ গত কয়েকদিন ধরেই পাক সেনা নিয়ন্ত্রণরেখার কাছে রাজৌরি-সহ একাধিক এলাকায় তীব্র গুলিবর্ষণ করছে৷ বিনা প্ররোচনায় পাক সেনার হামলায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন৷ জাওড়েকর বলছেন, পাকিস্তানকে ভুলে গেলে চলবে না উরি হামলার কী জবাব দিয়েছিল ভারত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, একজন শহিদেরও মৃত্যু বিফলে যাবে না৷ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে৷

[পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ]

The post ‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement