সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান যখন যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত তখন দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ব্যস্ত শপিংয়ে! বুধবার লন্ডনের হ্যারোড ডিপার্টমেন্টাল স্টোরে নওয়াজ শরিফ মনের সুখে দেদার শপিং করছিলেন৷ সঙ্গে ছিলেন পরিবারের সদস্য এবং নিরাপত্তারক্ষীরা৷
শপিং করার সেই ছবি মোবাইল ক্যামেরাবন্দি হওয়ার পরই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়৷ এর জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পাকিস্তানে৷ প্রধানমন্ত্রী হিসাবে শরিফের কাণ্ডজ্ঞান ও বিবেকবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ দেশ সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের কাছে কোণঠাসা, অপমানিত৷ তার উপর প্রতিবেশী ভারতের কাছ থেকে যখন প্রবল রাজনৈতিক চাপ ও যুদ্ধের হুমকি আসছে সেই সময় তিনি লন্ডনে ফূর্তির মুডে রয়েছেন কীভাবে? টিভি চ্যানেলে এমনই প্রশ্ন তুলেছেন এক তরুণ ছাত্র৷ লন্ডনের বাসিন্দা শোয়েব তৈমুর একজন ডেটা অ্যানালিস্ট৷ তিনি বলেছেন, আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবিটা এসেছে৷ অভিজাত শপিং মলে গুচি-র শো রুম থেকে জুতো কিনছিলেন নওয়াজ৷ সেই সময় এক পাক যুবতী মোবাইল ক্যামেরা বের করে নওয়াজের ছবি তুলতে গেলে তাঁকে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ধাক্কা মারে, চোখ রাঙিয়ে গালাগাল দেয় ও ঠেলে ফেলে দেয়৷ তার আগে ওই তরুণীর মোবাইল ফোনটি কেড়েও নেওয়া হয়৷
এখানেই শেষ নয়৷ নিজেদের কাণ্ড ঢাকতে ওই তরুণীকেই উল্টে নিরাপত্তারক্ষীরা ঝাঁঝিয়ে প্রশ্ন করে, সে কেন হিজাব পরেনি? সে কেন পুরুষ সঙ্গী ছাড়া বেরিয়েছে? তারপর তাঁকে জোর করে ভয় দেখিয়ে লন্ডনে পাক হাইকমিশনে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাতেও নওয়াজের শপিং করার ছবি ছড়িয়ে যাওয়া আটকানো যায়নি৷
The post শিয়রে যুদ্ধ, তবু শপিংয়ে ব্যস্ত শরিফ! appeared first on Sangbad Pratidin.