সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে কারচুপি করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং এই ফলাফল দেশের জন্য খুবই ভয়ঙ্কর৷ পাক নির্বাচন মেটার পর ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন আর্থিক দুর্নীতিতে সাজাপ্রাপ্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ দলের সুরেই ইঙ্গিত দিলেন, ইমরান খান ও তাঁর দলকে নির্বাচনে জেতাতে নেপথ্যে কলকাঠি নেড়েছে আইএসআই ও পাক সেনা৷
[প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান, জোট গড়ে আসনে বসা কেবল সময়ের অপেক্ষা]
বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন নওয়াজ শরিফ৷ সেখানেই একটি সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে দলের শোচনীয় ফলাফল নিয়ে মুখ খোলেন তিনি৷ বলেন, ফয়সালাবাদ, লাহোর ও রাওয়ালপিণ্ডিতে শক্ত সংগঠন থাকা সত্ত্বেও দল খারাপ ফল করেছে৷ পরাজিত হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী৷ এই কারণ হিসাবে বাইরে থেকে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি৷ অভিযোগে তোপ দাগেন, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাক সেনার বিরুদ্ধে৷
[চন্দ্রগ্রহণের সময় এই নিয়মগুলি মেনে চলেন? তাহলে ভুল করছেন]
প্রসঙ্গত, ৩৪২ আসন বিশিষ্ট পাক পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে লড়াই হয় ২৭২টি আসনে। ৭০টি সংরক্ষিত থাকে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনও রাজনৈতিক দলকে পেতে হয় ১৩৭টি আসন। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমওএলএন পেয়েছে ৬৩ আসন৷ ১১০টি আসন পেয়ে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)৷ জোটসঙ্গী খুঁজে প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য সময়ের অপেক্ষায় বিশ্বকাপজয়ী এই পাক অধিনায়ক।
The post পাক নির্বাচন কালিমালিপ্ত, ভোটে হেরে সেনা ও ইমরানের বিরুদ্ধে সরব নওয়াজ appeared first on Sangbad Pratidin.