shono
Advertisement

Breaking News

ভারতের সঙ্গে আলোচনায় বসতে মোদির মুখ চেয়ে পাকিস্তান

২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি শুধু খাতায় কলমেই বন্দি হয়ে রয়েছে৷      The post ভারতের সঙ্গে আলোচনায় বসতে মোদির মুখ চেয়ে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Nov 28, 2016Updated: 03:09 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতের সঙ্গে কথা বলতে তৈরি পাকিস্তান৷ এমনকি ভারত চাইলে কাশ্মীর ইস্যুতেও কথা বলতে রাজি তারা৷ পাকিস্তান হাইকমিশনার আবদুল বসিত এমনটাই জানিয়েছেন৷ বসিত আরও জানান, ইতিমধ্যেই  ডিসেম্বরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ যোগ দেওয়ার কথা পাকিস্তানের বিদেশনীতির মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজের৷ সেসময় আয়োজক দেশের তরফে আলোচনার প্রস্তাব এলে পাকিস্তান আলোচনায় রাজি৷

Advertisement

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-আয়োজন করা হয়েছে৷ সেই সম্মেলনেই যোগ দিতে আসছেন সরতাজ আজিজ৷ পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র আবদুল বসিত আরও বলেন, পাকিস্তান আলোচনার জন্য ১ মাস কিংবা ১ বছরও অপেক্ষা করতে রাজি, তবে তাতে সমস্যার সমাধান হবে না৷

এই মুহুর্তে জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্ত উত্তপ্ত৷ গুলি, পাল্টা গুলির লড়াই চলছে৷ গত মঙ্গলবারই পাক সেনার হাতে মৃত্যু হয়েছে ৩ ভারতীয় জওয়ানের৷ এমনকি ১ ভারতীয় জওয়ানের দেহকে পাক সেনা বিকৃত করে বলেও ভারতীয় সেনাবাহিনীর দাবি৷ এরপর বুধবার তার পাল্টা জবাব দেয় ভারতও৷ সীমান্তে চলা গোলাগুলি নিয়ে অবশ্য আবদুল বসিতের বক্তব্য ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষ বিরতি চুক্তি শুধু খাতায় কলমেই বন্দি হয়ে রয়েছে৷ তাই দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে বলে দাবি করেন বসিত৷

এদিকে কয়েকদিন আগে অবশ্য পাকিস্তানের রেডিও ও একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে আজিজ বলেন কাশ্মীর ইস্যুতে আলোচনা ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান সম্ভব নয়৷ তবে পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় ইঙ্গিত দেওয়া হলেও ভারত আদৌ আলোচনার জন্য তৈরি কিনা তা নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ এমনকি ডিসেম্বরে সরতাজ আজিজের ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’ যোগ দেওয়া নিয়েও ভারতের তরফে কোনও উৎসাহ দেখানো হয়নি৷ তার উপর সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে যে আলোচনা সম্ভব নয় একথা মোদি সরকারের তরফে আগেই বলা হয়েছে৷ তাই ভারতে সঙ্গে আলোচনা নিয়ে পাকিস্তান আগ্রহ দেখালেও তা ভারত কতটা গুরুত্ব দেবে সেটাই প্রশ্ন?

The post ভারতের সঙ্গে আলোচনায় বসতে মোদির মুখ চেয়ে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement