shono
Advertisement

FATF থেকে বাদ দিতে হবে ভারতকে, পিঠ বাঁচাতে দাবি ইমরান প্রশাসনের

সংস্থার কাছে দাবি পেশ করলেন পাকিস্তানের অর্থমন্ত্রী৷ The post FATF থেকে বাদ দিতে হবে ভারতকে, পিঠ বাঁচাতে দাবি ইমরান প্রশাসনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Mar 10, 2019Updated: 02:45 PM Mar 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপে ভারতের সদস্যপদ বাতিল করতে হবে৷ আন্তর্জাতিক এই সংস্থাটির কাছে এমনই অদ্ভুত দাবি পেশ করল পাকিস্তান৷ শনিবার এই মর্মে এফএটিএফের প্রেসিডেন্টের কাছে একটি চিঠিও লিখলেন সেদেশের অর্থমন্ত্রী আসদ উমর৷ আন্তর্জাতিক মহলের মতে, কিছুটা নিজেদের তাগিদে পিঠ বাঁচাতেই এমন পদক্ষেপ নিয়েছে ইমরান প্রশাসন৷

Advertisement

[ইমরানের সাংসদ পদ বাতিলের দাবি উঠল পাকিস্তানে]

সূত্রের খবর ওই আপত্তিকর চিঠিতে পাক মন্ত্রী লিখেছেন, এই সংস্থার নজরদারি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভারতকে এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপ থেকে বাদ রাখা প্রয়োজন৷ সেই স্থানে অন্য যেকোনও দেশকে সদস্য করা যেতে পারে৷ কিন্তু ভারত নয়৷ সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থের উৎসের বিষয়ে নজরদারি চালায় এই আন্তর্জাতিক সংগঠন৷ পাকিস্তানের উপরেও নজরদারি চালাচ্ছে সংগঠনটি৷ সূত্রের খবর, গত ১৮ ফেব্রুয়ারি এফএটিএফ-এর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি) বৈঠকে পুলওয়ামা ইস্যুতে পর্যুদস্ত করেছে ভারত৷ সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য জোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এই অভিযোগে ইসলামাবাদের বিরুদ্ধে সরব হয় নয়াদিল্লি৷ জানা গিয়েছে, চিঠিতে সেই প্রসঙ্গও টেনে এনেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসদ উমর৷ জানিয়েছেন, আইসিআরজি বৈঠকে ভারতের উপস্থিতি ইসলামাবাদের পক্ষে সুখকর নয়৷

[খলিস্তানপন্থীদের হামলার শিকার প্রবাসী ভারতীয়রা, লন্ডনে চাঞ্চল্য]

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ হানার পর ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ বৈঠকে বসেছিল এফএটিএফ৷ জানা গিয়েছে, সন্ত্রাসবাদ এবং এর অর্থের উৎসকে নির্মূল করতে পাকিস্তানের যে ভূমিকা, উক্ত বৈঠকে সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি৷ কালো তালিকাভুক্ত না করলেও, ‘গ্রে লিস্টেড’ দেশের তালিকায় এখনও পাকিস্তানকে রেখে দেওয়া হয়েছে৷

The post FATF থেকে বাদ দিতে হবে ভারতকে, পিঠ বাঁচাতে দাবি ইমরান প্রশাসনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement