সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্ত টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের দুঃস্বপ্নের রাত এখনও তাড়িয়ে বেড়াচ্ছে পাকিস্তানকে৷ ঐতিহাসিক সেই জঙ্গিদমন অভিযানের দু’বছর অতিক্রান্ত৷ ভিতরে ভিতরে প্রতিশোধ স্পৃহার আগুন জ্বললেও, ‘মুখেই মারিতং জগৎ’ অবস্থা হয়েছে পাকিস্তানের৷ দু’বছরের জ্বালা সহ্য করতে না পেরে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বসল পাক সেনা৷ হুঁশিয়ারি দিয়ে জানাল, ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক চালালে, উত্তরে দশটা সার্জিক্যাল স্ট্রাইক করা হবে।
[ধৌলাগিরি পর্বতে তুষারধস, মৃত ৯ জন অভিযাত্রী]
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি জানান, ”পাকিস্তানকে কেউ দুর্বল ভাবলে সেটা তাঁদের বোকামি৷ আমাদের ক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করা উচিত নয়৷ পাকিস্তানের মাটিতে ভারত যদি একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, উত্তরে দশটা ফেরত দেওয়া হবে৷” এখানেই শেষ নয়, রাওয়ালপিণ্ডির বিরুদ্ধে ওঠা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগও নাকজ করেছেন আসিফ গফুর৷ তিনি জানিয়েছেন যে, পাক সংবাদমাধ্যমগুলির মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে৷ তবে, পাক সেনার শীর্ষ আধিকারিকের দেওয়া এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি৷ একে আস্ফালন বলেই কটাক্ষ করছেন নয়াদিল্লির সাউথ ব্লকের শীর্ষ কর্তারা৷
[সর্বাধিক ভোটে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত ভারত]
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দিবস৷ তখনই পাক মাটিতে আবারও সার্জিক্যাল স্টাইকের ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, ‘দু-তিন দিন আগে বড় ঘটনা ঘটানো হয়েছে৷ যা এখনই প্রকাশ্যে আনছে না সরকার৷ কিন্তু যা হয়েছে তা বিশাল বড় কিছু৷’ ফলে আবারও সীমান্ত পেড়িয়ে পাক অধিকৃত জমিতে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা আরও প্রকট হয়ে ওঠে৷ একই ভাষায় সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দেন সেনা প্রধান বিপিন রাওয়াত৷ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জঙ্গি নিয়ন্ত্রণে ভারতের আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন হতে পারে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ততদিন সম্ভব নয়, যতদিন পাকিস্তান নিজেদের সেনা এবং আইএসআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করছে। সীমান্তে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না হলে পরিস্থিতির উন্নতিও হবে না।”
The post ভারতের পালটা সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিল পাকিস্তান appeared first on Sangbad Pratidin.