সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্য সংবাদ সামনে আনার মূল্য চোকাতে হচ্ছে পাকিস্তানের সাংবাদিককে। পাক প্রশাসন ও পাক সেনার মধ্যে জঙ্গি দমন নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। এমনকী, সেনাবাহিনী পাকিস্তানের বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে। এই সংবাদ নিজের সংবাদপত্রে লিখেছিলেন সিরিল আলমিডা। আর এই ‘অপরাধে’ই তাঁর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করল নওয়াজ শরিফের সরকার।
নিজের অবস্থার কথা টুইটারে জানিয়েছেন সিরিল আলমিডা। তাঁর আশঙ্কা, পাক সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রাণে মেরে ফেলা হতে পারে তাঁকে। এই কারণেই দেশ ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু, পরপর তিনবার তাঁকে ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’-এ ফেলে দেওয়া হয়েছে।
পাক প্রশাসন অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। সত্যি সংবাদ সবার সামনে আনার জন্য অনুতপ্ত নন সিরিল। তবে টুইটারের নিজের দেশের প্রশাসনিক আধিকারিকদের এই ব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।