সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সুপ্রিম কোর্টের নির্দেশে সেদেশে বন্ধ হল ভারতীয় সিনেমা ও সিরিয়ালের সম্প্রচার৷ শনিবার এই রায় দেন পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মিয়ান সাকিব নাসির৷ তাঁর অভিযোগ, পাকিস্তানের দিকে প্রবাহিত নদীতে বাঁধ তৈরি করছে ভারত৷ ফলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে সেদেশের কৃষকদের৷ সেই কারণেই পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলিতেও ভারতীয় সিনেমা ও সিরিয়াল দেখানোর অনুমতি মিলবে না৷
[চরম ইহুদি বিদ্বেষের কারণেই পিটসবার্গে হামলা, জানাল এফবিআই]
জানা গিয়েছে, পাক টিভি চ্যানেলগুলিতে বিদেশি অনুষ্ঠানের সম্প্রচার নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইউনাইটেড প্রোডিউসার অ্যাসোসিয়েশন৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে পাক সুপ্রিম কোর্ট৷ রায়দানের সময় বিচারপতি নাসির জানান, ”পাকিস্তানের কৃষিজমির বেশি ভাগটাই সিন্ধু নদ বা এর উপনদীগুলির উপরে নির্ভরশীল৷ যা ভারতের দিক থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করছে৷ এখানেই পাকিস্তানকে বিপদে ফেলছে ভারত৷ নদীগুলিতে বাঁধ দিয়ে ওরা আমাদের সমস্যায় ফেলতে চাইছে। আমাদেরও এর যোগ্য জবাব দিতে হবে। সেদেশের সিনেমা ও সিরিয়ালগুলির সম্প্রচার আমাদের দেশের চ্যানেলগুলিতে বন্ধ করতে হবে।”
[ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনেটরের বাড়িতে পার্সেল বোমা]
তবে এই প্রথম নয়, ১৯৬৫-তে ইন্দো-পাক যুদ্ধের সময়ও একই ভাবে ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয় পাকিস্তানে৷ ভারত-পাক উত্তপ্ত সম্পর্কের মাঝে ২০১৬-তেও একই ভাবে ভারতীয় অনুষ্ঠান ও সিনেমার সম্প্রচার বন্ধের নির্দেশ জারি করে পাক প্রশাসন৷ পাকিস্তানের সমস্ত চ্যানেল ও এফএম রেডিও স্টেশনে ভারতীয় সিনেমা, সিরিয়াল ও গানের সম্প্রচার স্তব্ধ হয়ে যায় পাকিস্তান ইলেকট্রনিকস মিডিয়া রেগুলেটরি অথরিটির নির্দেশে৷ ২০১৭-তে যে নির্দেশ তুলে নেয় লাহোর হাই কোর্ট৷ লাহোর হাই কোর্টের সেই নির্দেশকেই শনিবার খারিজ করল পাকিস্তানের শীর্ষ আদালত৷
The post চরম সিদ্ধান্ত, সুপ্রিম নির্দেশে পাকিস্তানে বন্ধ ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচার appeared first on Sangbad Pratidin.