সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করলেন, এনএসজি-তে প্রবেশের দৌড়ে নয়াদিল্লির চেয়ে ঢের এগিয়ে ইসলামাবাদ৷
ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজ দাবি করেছেন, আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ঢোকার জন্য পাকিস্তান ইতিমধ্যেই একাধিক সদস্য দেশের সম্মতি পেয়েছে৷ তিনি বলেন, “আমি গত সপ্তাহে রাশিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছি৷ এনএসজি-তে সদস্যপদ পাওয়ার জন্য গত তিন মাস ধরে সবরকম আবেদন-নিবেদন করে চলেছি৷”
(আরও কোণঠাসা চিন-পাকিস্তান, এনএসজি ইস্যুতে ভারতের পাশে রাশিয়াও)
তাঁর আরও দাবি, একা আমেরিকাকে পাশে পেয়ে ভারত এনএসজি-তে ঢুকতে পারবে না৷ বরং চিনকে পাশে পেয়ে ইসলামাবাদের পাল্লা অনেক ভারী৷ আজিজের অভিযোগ, ইসলামিক দেশগুলির দিকে নজর না দিয়ে আমেরিকা ‘বিল্ড আপ ইন্ডিয়া’-র প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে৷ পাশাপাশি নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর অভিযোগ, মুখে সম্প্রীতির কথা বললেও, ভারতীয় প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু নিয়ে কোনওরকম আলোচনাই চান না৷ দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে চাওয়ার বদলে ভারত আফগানিস্তানকে সাহায্য করে পাকিস্তানে অশান্তি তৈরির ছক কষছে বলেও অভিযোগ করেছেন তিনি৷
The post ভারত নয়, এনএসজি-তে ঢুকবে পাকিস্তান! appeared first on Sangbad Pratidin.